৫২ হাজার ল্যাপটপের ব্যাটারি বদলে দেবে এইচপি

9
311

গ্রাহকদের অভিযোগের কারণে ৫২ হাজার ল্যাপটপের ব্যাটারি বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে এইচপি। এই ল্যাপটপগুলোর মধ্যে প্রো বুক, এনভি ও জে বুক সিরিজের কিছু মডেল রয়েছে।

লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া, গলে যাওয়া ও পুড়ে কালো হয়ে যাওয়ার অভিযোগ আমলে নিয়ে ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানটি রিকল নামে এক কর্মসূচীর ঘোষণা দিয়েছে।

এইচপি জানিয়েছে, পুরো পৃথিবীজুড়ে গত দুই বছরে বিক্রি হওয়া ০.১ শতাংশ ল্যাপটপে এ ধরণের সমস্যা দেখা দিয়েছে।

এইচপির বেশিরভাগ ব্যাটারি অভ্যন্তরীণ সিস্টেমের সঙ্গে সংযুক্ত। এ করাণে গ্রাহকরা এই ব্যাটারিগুলো নিজেরা বদলাতে পারেন না। এইচপি তাই অনুমোদন প্রাপ্ত টেকনিশিয়ানদের দ্বারাই বিনামূল্যে ব্যাটারি বদলানোর সেবা দেবে।

এই কর্মসূচীর আওতায় কোন কোন ল্যাপটপ রয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে এইচপির ব্যাটারি প্রোগ্রাম ওয়েব পেইজে।

ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্যও ওয়েব পেইজটিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচপির ভ্যালিডেশন ইউটিলিটি ডাউনলোড করে ব্যবহারকারীরা সহজেই পরীক্ষা করতে পারবেন তাদের ব্যাটারি বদল করার প্রয়োজন আছে কিনা।

সূত্রঃ আইবিটি

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here