অ্যাপভিত্তিক পরিবহন সেবার নীতিমালা অনুমোদন

9
264

অ্যাপভিত্তিক পরিবহন সেবার নীতিমালার অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে ২০১৬ সালের ২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যাপ মাধ্যমে ট্যাক্সি সেবাদানকারী কোম্পানি উবার যাত্রা শুরু করে। আর এর দু’দিন পর ২৪ নভেম্বর দেশে এর কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় বিআরটিএ।

নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বিআরটিএ তথা সরকারের অনুমোদন ছাড়া এই অনলাইন ট্যাক্সি সার্ভিস চালু করার কারণে সতর্ক করে দিয়ে এ হতে বিরত থাকতে বলা হয়। না হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলে বিআরটিএ।

প্রযুক্তি মাধ্যমে এই সেবাকে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করায় বিআরটিএ’র এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পরই এই সেবা নীতিমালার আওতায় আনতে কাজ শুরু করে সরকার।

উবার ছাড়াও দেশে স্যাম, পাঠাও, আমার রাইড, মুভ, বাহন, চলো অ্যাপে, ট্যাক্সিওয়ালা, ওই খালি, ইজিয়ার, লেটস গো ইত্যাদি নামে বিভিন্ন কোম্পানি অ্যাপভিত্তিক এই পরিবহন সেবা দিচ্ছে।

সম্প্রতি সিএনজি অটোরিকশাকেও অ্যাপ মাধ্যমে নিয়ে আনার আলোচনা চলছে।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here