ভোল্টেজ রেগুলেটর কিভাবে কাজ করে

10
629

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই,ভাল আছেন। আজ আপনাদের কাছে নিয়ে আসলাম, রেগুলেটর সম্পর্কে কিছু কথা।বৈদ্যূতিক রেগুলেটরের প্রধান উপাদান একটি ট্রায়াক। এই ট্রায়াকের মাধ্যমে সরবরাহ এসি ভোল্টেজ ওয়েভের একটি নির্দিষ্ট অংশ কেটে লোডে পাওয়ার সরবরাহ করা হয়। ফলে সম্পূর্ণ সাইকেল অর্থাত ৩৬০ ডিগ্রী সময় জুড়ে লোডে পাওয়ার সরবরাহ হয় না বরং তার চেয়ে কিছু কম সময়ধরে লোডে পাওয়ার সরবরাহ হয়। এর ফলে একটি নির্দিষ্ট সময় জুড়ে লোডে সরবরাহকৃত গড় পাওয়ার কমে যায় এবং বৈদ্যূতিক পাখারগতি কমে আসে। পুরনো মডেলের রেগুলেটরে আধুনিক রেগুলেটরের গুনে ৫/৬ গুন বেশি তামার তার থাকে ও বেশি দিন টিকে কিন্তু পুরনো মডেলের কারনে ভালো দেখা যায় না।আর আধুনিক রেগুলেটরে খুব কম তামার তার থাকে তাই বেশি বেশি ব্যবহার করলে নস্ট হয়ে যায় কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। ফ্যানের সাথে রেগুলেটর সিরিজ সংযোগে লাগাতে হবে ।
আপনি সুইজের যে তারটি ফ্যানের সাথে সংযুক্ত ঐ তার টি সুইজ থেকে আলাদা করে তারটির সাথে রেগুলেটরের এক প্রান্ত(একটি তার) লাগাবেন এবং রেগুলেটরের অপর প্রান্ত  লাগাবেন । আশাকরি বুঝতে পারছেন ।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

 

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here