আসছে ইন্টেল কোর আই৯ ল্যাপটপ

24
767

ইন্টেলের অষ্টম প্রজন্ম প্রসেসরের কাতারে যুক্ত হতে যাচ্ছে আরও কয়েকটি প্রসেসর। এর মধ্যে ল্যাপটপ ও ডেস্কটপ দুটি ঘরানার পণ্যই রয়েছে।

নতুন প্রসেসরগুলো কফি লেক-এইচ সিরিজের আর্কিটেকচারে তৈরি। এবারই প্রথম কোর আই৩, আই৫ ও আই৭ এর পাশাপাশি কোর আই৯ সিরিজের প্রসেসরও ল্যাপটপের জন্য ছাড়তে যাচ্ছে ইন্টেল।

এছাড়া, কফি লেক-এইচ সিরিজের দুটি ল্যাপটপ ওয়ার্কস্টেশন প্রসেসর ইন্টেল জিয়নও রয়েছে।

ইন্টেল কোরআই৯ ৮৯৫০এইচকে প্রসেসরটিতে থাকছে ছয়টি কোর ও ১২টি থ্রেড। কোর আই৭ এর চেয়ে তা বেশি না হলেও, স্পিড, বুস্ট স্পিড ও ক্যাশের পরিমাণে প্রসেসরটি বেশ এগিয়ে রয়েছে। যার ফলে কোর আই৭ এর চেয়ে সেটি অনেক গুণ এগিয়ে থাকবে। জিয়ন প্রসেসরগুলোও একইভাবে ক্যাশ ও স্পিডে এগিয়ে রয়েছে, সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে ওয়ার্কস্টেশন ফিচার যুক্ত করা যাবে।

নতুন প্রসেসরগুলো গেইমিং, ডিজাইনিং ও ভিডিও প্রোডাকশনের জন্য তৈরি ল্যাপটপকে এগিয়ে দেবে আরেক ধাপ। চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে এসব ল্যাপটপ বাজারে আসতে শুরু করবে।

সূত্রঃ ডব্লিউসিসিএফটেক

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here