পাঁচ ক্যামেরার ফোন আনছে নকিয়া

12
436

ভার্চুয়াল রিয়েলিটির জন্য তৈরি নকিয়া ওজো ক্যামেরা নিয়ে কাজ বন্ধ হয়ে গেলেও প্রযুক্তিটি ঝেড়ে ফেলেনি নির্মাতা এইচএমডি গ্লোবাল।

নতুন এক খবরে জানা গেছে, পাঁচটি ব্যাক ক্যামেরা সমৃদ্ধ ফোন নিয়ে আসতে কাজ করে যাচ্ছে নকিয়া।

আজকাল স্মার্টফোনের পেছনে দুটি ক্যামেরা একপ্রকার প্রথা হয়ে গেছে। গুঞ্জন রয়েছে, হুওয়াওয়ের পরবর্তী ফোনে পেছনে তিনটি ক্যামেরা থাকবে।

সেগুলোর সঙ্গে নকিয়ার মূল পার্থক্য, পাঁচটি ক্যামেরা পাশাপাশি বা ওপরে নিচে না বসিয়ে পিরামিডের মত ছড়িয়ে দেয়া হয়েছে। ফলে ছবির ডেপথ অফ ফিল্ড ছাড়াও, দৃষ্টিকোণ অথবা পার্সপেক্টিভ বদলের সুবিধাও ফোনটিতে থাকতে পারে। এ সুবিধা দেয়া হলে সেটি হবে বিশ্বের প্রথম।

এছাড়াও ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। অ্যালুমিনিয়ামের বদলে গ্লাস ব্যাক থাকার খবরে সবাই ধারণা করছেন ফোনটিতে তারবিহীন চার্জিং সুবিধা থাকবে।

ফোনটি চালানোর জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। তবে ফোনটির মডেল নম্বরের বিষয় কিছু জানা যায়নি।

এ বছরের তৃতীয় প্রান্তিকে ফোনটি বাজারে আসার কথা রয়েছে।

সূত্রঃ গিজচায়না

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here