বিভিন্ন প্রকার সুইচের ব্যবহার

24
888

আসসালামু আলাইকুম,

অাশা করি সবাই অনেক ভালো অাছে। আজ আমি আপনাদের কাছে  নিয়ে আসলাম বিভিন্ন প্রকার সুইচের ব্যবহার ও তার ব্যাখ্যা।

১/ স্লো-ব্রেক নাইফঃ এ সুইচকে লিংক সুইচও বলা হয়। এতে কোন স্প্রীং থাকে না।নিম্ন চাপের ও উচ্চ কারেন্ট ব্যবস্থাপনার সাধারণতঃ এ সুইচ ব্যবহার করা হয় না।

২/ কুইক ব্রেক নাইফ সুইচঃ এ সুইচগুলো সাধারনত মেইন সুইচ র্বোডে ব্যবহার হয়। বৈদ্যুতিক মোটর সার্কিট, বিভিন্ন বৈদ্যুতিক কন্ট্রোল সার্কিটে বিদ্যুৎ সরবরাহ ও সার্কিট হতে বিচ্ছিন্ন করতে
এ সুইচ ব্যবহার হয়।

৩/ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো (SPST) সুইচঃ এ সুইচের মাধ্যমে সার্কিটের একটি তারের সংযোগ স্থাপন ও বিচ্চিন্ন করা হয়। যে সব সার্কিটে সর্বোচ্চ 5A কারেন্ট প্রবাহিত হয়, সে সব
সার্কিটে এ সুইচ ব্যবহার করা হয়।

৪/ সিঙ্গেল পোল ডাবল থ্রো (SPDT) সুইচঃ এ সুইচের সাহায্যে দুটি সার্কিটের একটির পর আরেকটিতে বৈদ্যুতিক সংযোগ স্থাপন ও বিচ্চিন্ন করা হয়। সাধারণত সিঁড়ি কোঠায় এ সুইচ
ব্যবহার করা হয়।

৫/ ডাবল পোল সিঙ্গেল থ্রো (DPST) সুইচঃ সাধারণত বৈদ্যুতিক মেশিনপএ, বাড়িঘর, ওর্য়াকশপ এবং কলকারখানায় যে সকল বৈদ্যুতিক সার্কিটে 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত
হয়, সে সকল সার্কিটে এ সুইচ ব্যবহার করা হয়অ

৬/ ডাবল পোল ডাবল থ্রো (DPDT) সুইচঃ সাধারনত দুটি সার্কিটে উভয় তারে একটির পর আরেকটিতে বৈদ্যুতিক সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করার জন্য এ সুইচ ব্যবহার করা হয়।
যেমন-একই সুইচ দ্বারা একবার PDB ও একবার জেনারেটর থেকে কোন সার্কিটে বিদ্যুৎ সরবরাহ দেয়।

৭/ ট্রিপল পোল সিঙ্গেল থ্রো (TPST) সুইচঃ এটি সাধারণত তিন ফেজ এসি সার্কিটে ব্যবহার করা হয়। অনেক সময় কোন স্থাপনার ভিন্ন ভিন্ন সার্কিটে সরবরাহ দেয়ার জন্য এ সুইচ
ব্যবহার করা হয়।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here