ঝুঁকির মুখে ৯০ শতাংশ জিমেইল অ্যাকাউন্ট

24
356

নতুন ডিভাইস থেকে জিমেইলে লগ ইন করে এসএমএসের জন্য অপেক্ষা করতে করতে শেষে বিরক্ত হয়ে বন্ধ করে দেওয়া মানুষের সংখ্যা নেহায়েতই কম নয়।

গুগলের একজন প্রকৌশলী দ্য রেজিস্ট্রারকে বলেছেন, ৯০ শতাংশ জিমেইল অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) সিস্টেম নেই। তাই এগুলো অনেকটাই ঝুঁকির মুখে রয়েছে।

হ্যাকারদের থেকে ব্যবহারকারীদের নিরাপত্তা দিতে টুএফএ যুক্ত করা হয়। তবে তা ব্যবহারে জটিলতার কারণে অধিকাংশ ব্যবহারকারী এই ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থার দিকে ঝুঁকছে না।

টু ফ্যাক্টর অথেনটিকেশন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরেও অন্য একটি অথেনটিকেশন ব্যবস্থা। হতে পারে মোবাইল মেসেজ, হতে পারে ভয়েস কল। ফেইসবুক, ইয়াহু, টুইটারসহ বর্তমানে প্রায় সব গুরুত্বপূর্ণ ওয়াবসাইট এ ধরনের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে।

এদিকে গুগলের তরফ থেকে বলা হয়েছে তারা টুএফএর একটি আপডেট নিয়ে আসছেন, যা নির্বাহী কর্মকর্তা ও রাজনীতিবিদরদের আলাদা নিরাপত্তা দেবে। সাবেক হোয়াইট হাউস চিফ অব স্টাফ জন পডেস্টার ইমেইল হ্যাকের পরে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নজরে আসে।

সূত্রঃ দ্য ভার্জ

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here