ডাকডাকগো -একটি সার্চ ইঞ্জিন

7
419

সার্চ ইঞ্জিন ডাকডাকগো তাদের ব্রাউজারের নতুন সংস্করণ ও মোবাইল অ্যাপ চালু করেছে। একইসঙ্গে তারা প্রতিজ্ঞা করেছে সার্চ বক্সের বাইরে তারা ব্যবহারকারীদের ওপরে নজরদারি করবে না।

অনলাইনে যাই খোঁজা হোক না কেনো তা বিশ্লেষণ করে বিভিন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়। ব্যবহারকারী কোথায় কোথায় ক্লিক করছেন সেসব তথ্যও বিক্রি করা হয়। গুগলও এই তথ্য বিক্রির অভিযোগ থেকে মুক্ত নয়।

ব্রাউজার এক্সটেনশনে বেশ কিছু নতুন টুল যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে ওয়েবসাইটগুলোতে রেটিং দেওয়ার সুযোগ, অ্যাডট্র্যাকিং নেটওয়ার্ক, টার্মস সার্ভিসেসের নীতিমালার সারমর্ম। অ্যাপ ও এক্সটেনশনটি ফায়ার ফক্স, সাফারি, ক্রোম, আইওএস ও অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে।

ডাকডাকগো ওয়েবসাইটটি এখনও খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেনি। সিংহভাগ মানুষ গুগলে সার্চ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ওয়েবসাইটটি প্রথম চালু হয় ২০০৯ সালে। এখন পর্যন্ত এতে ১৬ বিলিয়ন বার সার্চ করা হয়েছে।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here