প্রযুক্তি খাতে বড়রা আরও বড় হচ্ছে। শীর্ষ ১০ প্রযুক্তি প্রতিষ্ঠানের দিকে তাকালেই তা বোঝা যায়। এ বছর এই ১০ প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ ১ লাখ ৭ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট-এর এক বিশ্লেষণে দেখানো হয়েছে। সে প্রতিবেদনের মূল অংশ এখানে তুলে ধরা হলো।
একনজরে
* মুনাফায় শীর্ষ ১০ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ ২০১৮ সালে প্রথমবারের মতো ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
* চলতি বছরের এই ১০ প্রতিষ্ঠানের বিক্রি ১৪ হাজার ৬০০ কোটি বাড়তে পারে, শতাংশে বললে ১৫.৭ শতাংশ।
* বিক্রিতে শীর্ষে থাকবে অ্যাপল। তবে ফেসবুক ও আমাজনের প্রবৃদ্ধি হবে দ্রুত।
* ব্যবসায়ে চার দশক থাকার পরও অ্যাপল ও মাইক্রোসফটের বিক্রির প্রবৃদ্ধির হার এখনো দুই অঙ্কের।
বিক্রিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠান
অ্যাপল
বিক্রি: ২৭ হাজার ৩৩০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ১৯ শতাংশ
আমাজন
বিক্রি: ২২ হাজার ৮৭০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ২৯ শতাংশ
অ্যালফাবেট
বিক্রি: ১৩ হাজার ১৩০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ১৯ শতাংশ
মাইক্রোসফট
বিক্রি: ১০ হাজার ৬৪০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ১০ শতাংশ
আইবিএম
বিক্রি: ৭ হাজার ৮৮০ কোটি ডলার
প্রবৃদ্ধি: -০.৪ শতাংশ
ইনটেল
বিক্রি: ৬ হাজার ৩৮০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ৩ শতাংশএইচপি
বিক্রি: ৫ হাজার ৪০০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ৪ শতাংশ
ফেসবুক
বিক্রি: ৫ হাজার ৩৮০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ৩৪ শতাংশ
সিসকো
বিক্রি: ৪ হাজার ৮৫০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ১ শতাংশ
ওরাকল
বিক্রি: ৩ হাজার ৯৮০ কোটি ডলার
প্রবৃদ্ধি: ৫ শতাংশ