জেনে নিন ভাইরাস এর ইতিহাস , না দেখলে মিস করবেন ।

8
295

পুনরুৎপাদনশীলতার জন্য এই ধরণের কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে প্রথম সম্বোধন করেন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানি ফ্রেডরিক বি কোহেন।
.
. জিবজগতে ভাইরাস পোষক দেহে নিজেঈ পুনরুৎপাদিত হতে পারে।
ভাইরাস প্রোগ্রামও নিজের কপি তৈরি করতে পারে। সত্তর দশকেই, ইন্টারনেটের আদি অবস্থা, আরপানেট (Arpanet)- এ ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়।
.
সে সময় রিপার (Reaper) নামে আর একটি সফটওয়্যার তৈরি করা হয়, যা ক্রিপার ভাইরাস কে মুছে ফেলতে পারত। সে সময় যেখানে ভাইরাসের জন্ম হতো সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত।
.
১৯৮২ সালে এলক ক্লোনার (Elk Cloner) ফ্লপি ডিস্ক ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তবে, ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেইন ভাইরাসের মাধ্যমে, ১৯৮৬ সালে। পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ভাইরাস সফটওয়্যার টি তৈরি করেন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here