আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই পরীক্ষার সময় ফেইসবুকে নজরদারি করতে বাড়তি লোকবলও নিয়োগ করবে বলে জানিয়েছেন কমিশনের সংশ্লিষ্টরা।
.
ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রশ্ন ফাঁস ঠেকাতে বিটিআরসির কাছে সহযোগিতা চেয়েছে। আর তার ভিত্তিতেই তারা ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
.
শাহজাহান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে তারা নিবিড়িভাবে কাজ করবেন। তবে ফেইসবুক বন্ধ করার মতো ঘটনা হয়তো তাদেরকে ঘটাতে হবে না। সাংবাদিকদেরকে তিনি বলেন, কমিশন বিশেষ কিছু পদক্ষেপ নিচ্ছে। তবে সেটি আগে থেকে বলে ফেলতে চান না। কারণ, তাহলে নজরদারির বিষয়টি আর কাজ নাও করতে পারে। গত ২৩ জানুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফেইসবুক বন্ধ রাখা যায় কিনা তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে ২০১৫ সালের নভেম্বরে একবার ফেইসবুকসহ অন্য বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম টানা ২২ দিন বন্ধ রাখে সরকার। তখন এটি নিয়ে গোটা দুনিয়ায় সমালোচনা হয়।
প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।