স্মার্টফোন ব্যাটারির ‘বড় শত্রু’ ফেসবুক

24
322

আর চার্জ শুষে নেয়ার এই দৌড়ে অন্য অ্যাপগুলোর চেয়ে অগ্রসর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক।
.
অ্যাভাস্ট সফটওয়্যার এর পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণা ফলাফল বলছে, চার্জ ধ্বংসকারী হিসেবে ফেসবুকের পরেই রয়েছে এই প্রতিষ্ঠানের মালিকানাধীন অ্যাপ ইনস্টাগ্রাম (৬), পেজেস ম্যানেজার (৯), ফেসবুক ম্যাসেঞ্জার (১০)।
.
জানা গেছে, ব্যাটারিকে শুষে নেওয়ার ক্ষেত্রে ফেসবুক সবচেয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিউজিক্যাল ডট লি’ নামে একটি অ্যাপ।
.
স্যামসাং গ্যালাক্সি এস৬ ব্যাটারিকে এটি ২ ঘণ্টায় শেষ করে দিতে পারে। এমনকি, ডেটা খরচের বিষয়েও এটি অন্য অ্যাপের থেকে অনেক এগিয়ে।
.
অ্যাভাস্ট সফটওয়্যার এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ৩০ লাখ স্মার্টফোনের তথ্য সংগ্রহ করে ওই গবেষণা ফলাফল তৈরি করা হয়েছে। আর সেই ধরনের অ্যাপসকেই ফোকাস করা হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লে থেকে ইনস্টল হয়ে যায়।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here