এসার নতুন ল্যাপটপ কম দামে বেশি পাওয়ারফুল

22
325

দেশে নতুন ল্যাপটপ, মনিটর, সার্ভারসহ নতুন প্রযুক্তিপণ্য উন্মুক্ত করেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টুমরোস ইনোভেশন টুডে’ শীর্ষক অনুষ্ঠানে উদ্ভাবনী প্রযুক্তিপণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে এসার ইন্ডিয়ার জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক আনান্দ আগারওয়াল জানান, বাংলাদেশে প্রায় ১০ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে এসার। এখানে ব্যবসা বাড়াতে নতুন উদ্যোগও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে এসার বাংলাদেশের ব্যবসা ব্যবস্থাপক কাজী কামাল উদ্দিন জানান, নতুন প্রযুক্তিপণ্য ও ভবিষ্যৎ প্রযুক্তি পণ্যে সম্পর্কে ধারণা দিতে কাজ করে যাচ্ছে এসার।

অনুষ্ঠানে এসার ট্রাভেল মেট ল্যাপটপ, প্রিডেটর সিরিজের ল্যাপটপ, এসার মনিটর, এসার এলটোস সার্ভার, ভার্চ্যুয়াল পিসি জিরো ক্লাইন্ট, ডেস্কটপ ও প্রজেক্টর প্রদর্শন করা হয়।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here