এবার ছাদে দাঁড়ালেই চলে আসবে উড়ন্ত ট্যাক্সি

26
324

বিশ্ববিখ্যাত ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস এবার বৈজ্ঞানিক কল্পকাহিনীর মত স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার পথে। ডেইলি মেইল’র প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি এ বছরের ৩১ জানুয়ারি প্রথম বারের মত নিজেদের ডিজাইন করা উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন করল। প্রোটোটাইপ এয়ারক্রাফট ভাহানাকে মোট দুইবার তারা ৫৩ সেকেন্ডের জন্য উড়াতে সক্ষম হন।

ভাহানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২০ সালের মধ্যেই এটি বাজারজাতকরণ করতে পারবেন তারা। ২০.৩ ফুট দৈর্ঘ্য এবং ১৮.৭ ফুট প্রস্থের ভাহানা এয়ারক্রাফটটি অল্প জায়গার মধ্যে খাড়াভাবে ল্যান্ড করার জন্য প্রস্তুত করা হয়েছে। চারটি ইঞ্জিনের সমন্বয়ে বানানো এয়ারক্রাফটটির বডি হেলিকপ্টারের মতো এবং বডির দুই পাশে দুই সেট পাখা আছে। গাড়িটি শুধুমাত্র একজন যাত্রী পরিবহণ করতে পারবে। পরীক্ষামূলক এ উড্ডয়নটি যুক্তরাষ্ট্রের অরেগনের পেন্ডলটন আনম্যানড অ্যারিয়াল সিস্টেম রেঞ্জে করা হয়।

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here