গুগল- উবারের ওপর মামলা করেছে কারণতথ্য চুরিসংক্রান্ত যে যে প্রযুক্তি উবার বর্তমানে ব্যবহার করছে তা বন্ধ করতে হবে। 

8
262

 

গুগল-উবারের এত দিনের লড়াইয়ের ফলাফল হয়তো পাওয়া যাবে শিগগিরই। কারণ উবারের বিরুদ্ধে গুগলের চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি বিভাগ ওয়েমোর করা মামলায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক আদালতে বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল সোমবার।

ওয়েমোর অভিযোগ হলো, উবার তাদের গোপন নথি চুরি করে স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহার করছে। গুগলে চাকরি করার সময় অ্যান্থনি লেভানডস্কি গোপনে একটি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১৬ সালে সেই প্রতিষ্ঠান ৬৮ কোটি মার্কিন ডলারে কিনে নেয় উবার। এদিকে চাকরি ছাড়ার আগে গোপন নথি চুরির অভিযোগ আছে অ্যান্থনির বিরুদ্ধে। তথ্য চুরির অভিযোগে বলা হয়, অ্যান্থনির সঙ্গে উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক জড়িত।

প্রধান অভিযুক্ত উবার নাকি লেভানডস্কি, তা অবশ্য এখনো পরিষ্কার নয়। তবে ক্ষতিপূরণ হিসেবে ২০০ কোটি ডলার দাবি করেছে ওয়েমো। ওয়েমো আরও দাবি করেছে, তথ্য চুরিসংক্রান্ত যে যে প্রযুক্তি উবার বর্তমানে ব্যবহার করছে তা বন্ধ করতে হবে।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here