ইলেকট্রনিক্স এর বস [পর্ব-১] ট্রানজিস্টর কি, কাকে বলে, কিভাবে কাজ করে এবং এর ব্যবহার

23
1059
This entry is part [part not set] of 5 in the series আসুন হই ইলেক্ট্রনিক্স এর বস

আসসালামু আলাইকুম,

অাশা করি সবাই অনেক ভালো অাছে। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা । কথা না বলে কাজ শুরু করি । আমরা আজকে ট্রানজিস্টর সর্ম্পকে জানবো ।

ট্রানজিস্টর আবিষ্কার করেন শকলী নামের একজন বৈজ্ঞানিক।Transistor হলো Transfer resistance. এটি মূলত একটি ছোট মানের সিগন্যালকে
অল্পমানের রেজিস্ট্যান্স থেকে বেশি মানের রেজিস্ট্যান্সের দিকে স্থানান্তর করে। ট্রানজিস্টরের তিনটি অংশ আছে
১/বেস
২/ইমিটার
৩/কালেক্টর
বেস, ইমিটার ও কালেক্টর হচ্ছে বাইপোলার ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল ।

ট্রানজিস্টর বায়াসিং কি : যে প্রক্রিয়ায় বহিঃস্থ ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে ট্রানজিস্টরকে কার্য উপযোগী করা হয় তাকে ট্রানজিস্টর বায়াসিং বলে ।

আবার ট্রানজিস্টরকে গঠন প্রকৃতি অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে।
১/পিএনপি(PNP) ট্রানজিস্টর

 

২/এনপিএন(NPN) ট্রানজিস্টর।

এখন আমরা দেখবো পিএনপি(PNP) আর এনপিএন(NPN) ট্রানজিস্টর কি এর সুবিধা এবং কিভাবে কাজ করে।

পিএনপি(PNP) ট্রানজিস্টর : পিএনপি(PNP) ট্রানজিস্টর হলো দুটি পি-টাইপ এবং একটি
এন-টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা পিএনপি(PNP) ট্রানজিস্টর তৈরী করা হয়।

নিচে পিএনপি(PNP) কিছু সুবিধা দেওয়া হলো:
*পিএনপি(PNP) ট্রানজিস্টরে ইমিটার থেকে বেস ও কালেক্টরে হোলের কারণে কারেন্ট প্রবাহিত হয়।
*কালেক্টরে নেগেটিভ এবং ইমিটার পজেটিভ ভোল্টেজ প্রয়োগ কর হয়।
*ফ্রিকুয়েন্সি রেসপন্স এবং স্থায়িত্ব কম।

এনপিএন(NPN) ট্রানজিস্টর : এনপিএন(NPN) ট্রানজিস্টর হলো দুটি এন-টাইপ এবং একটি
পি-টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা এনপিএন(NPN) ট্রানজিস্টর তৈরী করা হয়।

নিচে এনপিএন(NPN)কিছু সুবিধা দেওয়া হলো:
*এনপিএন(NPN) ট্রানজিস্টর ইমিটার থেকে কালেক্টরে ইলেকট্রন প্রবাহের জন্য কারেন্ট প্রবাহিত হয়।
*কালেক্টরে পজেটিভ এবং ইমিটার নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ কর হয়।
*ফ্রিকুয়েন্সি রেসপন্স এবং স্থায়িত্ব বেশি।

এখন আমরা জানবো লিকেজ কারেন্ট কী এটি ট্রানজিস্টরের উপর কিভাবে প্রভাব পড়ে:
পি-এন জাংশনে রির্ভাস বায়াস দেওয়া হলে মাইনোরিটি চার্জ ক্যারিয়ারের জন্য জাংশনের মধ্য দিয়ে যে
কারেন্ট প্রবাহিত হয় তাকে লিকেজ কারেন্ট বলে ।
ট্রানজিস্টরের ভিতর দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হলে ট্রানজিস্টরের তাপমাএা বৃদ্বি পায় । তাপমাএা
বৃদ্বি পেলে লিকেজ কারেন্ট বৃদ্বি পায় ফলে ট্রানজিস্টরের জাংশন অত্যধিক গরম হয়ে জাংশনটি পুড়ে যায়।

 

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

Series Navigation

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here