ডোমেইন-হোস্টিংকে এসএমএস প্রভৃতি তাৎক্ষণিক সেবা দিতে কাজ করবে ডায়নাহোস্ট

10
298

গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে কাজ শুরু করছে ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ডায়নাহোস্ট। ডোমেইন-হোস্টিং, এসএমএস প্রভৃতি তাৎক্ষণিক সেবা দিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশসহ ১০টির বেশি দেশে বিভিন্ন সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ডায়নাহোস্টের চেয়ারম্যান স্বাধীন খান বলেন, তথ্যপ্রযুক্তিতে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য তাঁদের। গ্রাহক যেন তার প্রয়োজনের সময়ে সেবা পায়, এ জন্য ২৪ ঘণ্টা সাপোর্ট টিম কাজ করবে। যেকোনো সার্ভিসসংক্রান্ত তথ্য কলসেন্টার থেকে পাওয়া যাবে। ডায়নাহোস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে। যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ রয়েছে। বিস্তারিত ডায়নাহোস্টের ওয়েবসাইট (https://www. dianahost. com/) থেকে জানা যাবে।

তথ্যসূএ:itdoctor24.com

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here