ইলেকট্রনিক্স এর বস [পর্ব-২] ক্যাপাসিটর কি,কাকে বলে,কিভাবে কাজ করে এবং এর কালার কোডেররব্যবহার

26
556
This entry is part [part not set] of 5 in the series আসুন হই ইলেক্ট্রনিক্স এর বস

আসসালামু আলাইকুম,

অাশা করি সবাই অনেক ভালো অাছে। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা । কথা না বলে কাজ শুরু করি । আমরা আজকে ক্যাপাসিটর সর্ম্পকে জানবো ।

ক্যাপাসিট্যান্স ও ক্যাপাসিটর কি?

ক্যাপাসিট্যান্স : ক্যাপাসিট্যান্স বৈদ্যুতিক বর্তনীর এমন একটি গুন, যা ভোল্টেজের পরিবর্তনকে বাধা প্রদান করে ।

ক্যাপাসিটর :  এটি দুটি সমান্তরাল পরিবাহীকে পরস্পর কোন অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হলে  তাকে ক্যাপাসিটর বলে।

ক্যাপাসিটর দুই প্রকার:

১/পরিবর্তনশীল ক্যাপাসিটর ।

২/অপরিবর্তনশীল ক্যাপাসিটর ।

১/পরিবর্তনশীল ক্যাপাসিটর: যে ক্যাপাসিটর মান পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ক্যাপাসিটর বলে।

২/অপরিবর্তনশীল ক্যাপাসিটর: যে ক্যাপাসিটর মান পরিবর্তন হয় না তাকে অপরিবর্তনশীল ক্যাপাসিটর বলে।

অপরিবর্তনশীল ক্যাপাসিটরকে আবার কয়েকভাগে ভাগ করা হয়েছে । যেমন:

ক/গ্লাস         খ/মাইকা    গ/বায়ু

ঘ/পলিয়েস্টার     ঙ/পেপার   চ/সিরামিক

ছ/তৈল         জ/ইলেকট্রোলাইটিক ইত্যাদি ।

 

ভেরিয়্যাবল ক্যাপাসিটর আবার দুই প্রকার । যথা:

১/গ্যাং ক্যাপাসিটর ।

২/ট্রিমার ক্যাপাসিটর ।

গ্যাং ক্যাপাসিটর: যে সকল ক্যাপাসিটরে একাধিক ভেরিয়্যাবল ক্যাপাসিটর একই সাথে যুক্ত থাকে এবং কার্যকর হয়, তাকে

গ্যাং ক্যাপাসিটর বলে ।

ট্রিমার ক্যাপাসিটর: ট্রিমার ক্যাপাসিটর হল অল্প ক্যাপাসিটন্স সম্পন্ন পরিবর্তশীল ক্যাপাসিটর যার দুটি পয়েন্ট থাকে ।

ক্যাপাসিট্যান্সের একক : ফ্যারাড হলো ক্যাপাসিটরের বড় একক । ছোট একক হিসাবে মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড,

পিকোফ্যারাড

আমরা জানি,

১ ফ্যারাড =১০৬   মাইক্রোফ্যারাড

=১০৯  ন্যানোফ্যারাড

=১০১২ পিকোফ্যারাড

পরিবর্তনশীল ক্যাপাসিটর ও অপরিবর্তনশীল ক্যাপাসিটরের ব্যবহার ।

পরিবর্তনশীল ক্যাপাসিটরের ব্যবহার :

*রেডিও রিসিভারের স্টেশন টিউনিং করার জন্য ।

*রেডিও ফ্রিকুয়েন্সি স্টেজে ফাইন টিউনিং এর কাজে ।

*অ্যালুমিনিয়াম কয়েলে ব্যবহার করা হয় ।

অপরিবর্তনশীল ক্যাপাসিটরের ব্যবহার :

*ভেজালমুক্ত ডিসিকে ফিল্টারিং করতে ।

*অতি অল্প বিদ্যুৎ প্রবাহ মাপার কাজে ।

*বৈদ্যুতিক  সাকির্টকে স্পার্কিংমুক্ত রাখতে ।

ক্যাপাসিটর কালার কোড কি ?

ক্যাপাসিটরকে কালার সাহায্যে চিহ্নিত করে ক্যাপাসিটরের মান বের করার পদ্ধতিকে ক্যাপাসিটর কালার কোড বলে ।

নিচে ক্যাপাসিটর কালার কোড ব্যবহার দেওয়া হলো :

কালর কালো বাদামি লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি দূসর সাদা
প্রথম অক্ষর কা বা লা নী বে দূ সা
মান 0 1 2 3 4 5 6 7 8 9
টলারেন্স ±20% ±1% ±2% ±2.5%  x ±5% x  x  x ±10%
ভোল্টেজ x x 250v x 400v x x x x x

মান বাহিরের সূএ : ABx10c±D,E

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

 

 

 

Series Navigation

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here