ইলেকট্রনিক্স এর বস [পর্ব-৩] জেনার ডায়োড কি, কাকে বলে, কত প্রকার এবং ব্যবহার বণর্না করা হল

10
875
This entry is part [part not set] of 5 in the series আসুন হই ইলেক্ট্রনিক্স এর বস

আসসালামু আলাইকুম,

অাশা করি সবাই অনেক ভালো অাছে। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা । কথা না বলে কাজ শুরু করি । আমরা আজকে জিনার ডায়োড সর্ম্পকে জানবো ।

জেনার ডায়োড কি ?
জেনার ডায়োড হলো এক ধরনের উচ্চমাএার ডোপিংকৃত p-n জাংশন ডায়োড, যা ফরওয়ার্ড এবং রির্ভাস উভয় বায়াসে কাজ করে ।

জেনার ডায়োডের বৈশিষ্ট্য রেখা দেখতে কেমন এবং এটি কোন রিজিওনে কাজ করে :
জেনার ডায়োড দেখতে ইংরেজি শব্দ Z এর মত । জেনার ডায়োড V-I বৈশিষ্ট্য রেখার ব্রেক ডাউন রিজিওনে কাজ
করে । ফরওয়ার্ড ভোল্টেজ জেনার ডায়োড সাধারণ ডায়োডের মত কাজ করে ।

জেনার ইফেক্ট বা জিনার ক্রিয়া কি ?
জেনার ডায়োডে রির্ভাস বায়াস ক্রমশ বৃদ্ধি করতে থাকলে একটি বিশেষ ভোল্টেজে কারেন্ট প্রবাহ মাএা হঠাৎ খুব বেশি বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে জেনার ক্রিয়া বা জিনার ইফেক্ট বলে ।

জেনার ডায়োড ব্রেক ডাউন হলে কী হয় :
জেনার ডায়োডের ব্রেক ডাউন হলে ব্যাক রেজিস্ট্যান্স শূন্য মানে নেমে আসে, রিভার্স কারেন্ট অতি দ্রুত বেড়ে যায় ।
জেনার ডায়োডের প্রান্তসমূহের ভোল্টেজ ড্রপ প্রায় স্থির থাকে ।

জেনার ডায়োডের ব্যবহার নিচে দেওয়া হলো :
(ক)ডিসি ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং রেগুলেশন করার জন্য ।
(খ)এসি ভোল্টেজের অ্যামপ্লিচিউড সীমাবদ্বকরণ ।
(গ)অ্যানালগ সাকির্টস ।
(ঘ)পাওয়ার সাকির্টস এবং ইনভার্টার সাকির্টে ।
(ঙ)রিভার্স ভোল্টেজ কন্ট্রোল সাকির্টে ।
(চ)জিনার ডায়োড ক্লিপার সাকির্টে ।
(ছ)ক্লিপার ক্ল্যাম্পার এবং প্রটেক্টর সাকির্টে জিনার ডায়োড ব্যবহার করা হয় ।

জেনার ডায়োডকে ভোল্টেজ স্ট্যাবিলাইজার হিসাবে কাজ করা যায় ।

নিচে চিএসহ দেওয়া হলো :

সাকির্টে সরবরাহ  ভোল্টেজ Ei  এর মান  Vz  এর চেয়ে সামান্য বেশি হলে জেনার ডায়োড প্রয়োজন অনুযায়ী তার মধ্যদিয়ে কন্ডাকশন জেনার কারেন্ট  Iz  প্রবাহিত করে । ফলে লোড রেজিস্টার  RL এ মধ্যে IL    কারেন্ট প্রবাহিত হয়ে  Vz  পরিমাণ ভোল্টেজ প্রদান করে । বাকি ভোল্টেজ প্রদান করে । বাকি ভোল্টেজ  RL   এর মধ্যে ড্রপ ঘটায় । ফলে আমরা স্ট্যাবিলাইজার ভোল্টেজ  আউটপুটে পেয়ে যায় ।

এখন দেখবো জিনার ডায়োড এবং সাধারণ ডায়োডের মধ্যে পার্থক্যসমূহ ।

                 সাধারণ ডায়োড                    জেনার ডায়োড
১/এটার সুনিদির্ষ্ট ব্রেক ডাউন ভোল্টেজ নাই । ১/এটার সুনিদির্ষ্ট ব্রেক ডাউন ভোল্টেজ আছে ।
২/ব্রেক ডাউন ভোল্টেজের পর ডায়োড নষ্ট হয়ে যায় । ২/ব্রেক ডাউন ভোল্টেজের পর ডায়োড নষ্ট হয় না ।
৩/ডোপিং এর মান কম । ৩/ডোপিং এর মান বেশি ।
৪/ এর প্রতীক ৪/ এর প্রতীক
৫/এটি ফরওয়ার্ড বায়াসে কাজ করে । ৫/এটি রিভার্স বায়াসে কাজ করে ।
Series Navigation

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here