টেলিযোগাযোগ মন্ত্রীর ফোনেই কলড্রপ ৮ বার

24
382

মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার ফোরজির জন্য স্পেকট্রাম নিলাম অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মতো একজন মন্ত্রী তাঁর অফিসে বসে কথা বলতে পারে না, বাসায় বসে কথা বলতে পারে না। বাসা হতে অফিস যেতে ৮ বার কলড্রপ হয়।’

মন্ত্রী বলেন, ‘এমন নয় আপনারা এই দেশের জনগণকে খয়রাতি সহায়তা দিচ্ছেন। এমন নয় আমাদের জনগণ সেবার বিনিময়ে আপনাদের প্রাপ্য পরিশোধ করছে না। সে রকম অবস্থায় জনগণের সেই অধিকার আছে যে অর্থের বিনিময়ে নিরবিচ্ছিন্ন সেবা পাবে।’

‘আমাদের অবস্থা আমিসহ অভিযোগকারীদের মধ্যে এই-আমরা হ্যান্ডসেট নিয়ে ঘুরে বেড়াই। কখন কথা বলতে পারবো তার কোনো নিয়শ্চয়তা পাই না।’

চলতে গেলে কোথায় কলটি ড্রপ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই।–বলছিলেন মোস্তাফা জব্বার।

গ্রাহকের সংখ্যা বাড়ানোর বিপরীতে স্পেকট্রামের সংখ্যা না বাড়ানোকে সেবার এই অবস্থার কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে বাংলাদেশের চিত্রের সঙ্গে মালেয়েশিয়া কিংবা জামার্নির মতো দেশের চিত্রের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে।

‘আমরা দেশের মানুষ অর্থ দিয়ে আপনাদের সেবা গ্রহণে কোনোরকম কার্পণ্য করি না। কিন্তু সেবার বিষয়ে ক্রটি থাকবে এটি চলবে না। আমাদের গুণগত মান সর্বোচ্চ অগ্রাধিকার এবং এটি সর্বাগ্রে ফুলফিল করতে হবে। এটা যদি না করা যায় তাহলে জনগণের কাছে জবাবদিহি করতে পারবো না।’- এ বিষয়ে অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here