ইলেকট্রনিক্স এর বস [পর্ব-৫] মডুলেশন কি, কাকে বলে,কত প্রকার এবং প্রয়োজনীয়তা

23
907
This entry is part [part not set] of 5 in the series আসুন হই ইলেক্ট্রনিক্স এর বস

আসসালামু আলাইকুম,

অাশা করি সবাই অনেক ভালো অাছে। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা । কথা না বলে কাজ শুরু করি । আমরা আজকে মডুলেশন সর্ম্পকে জানবো ।

মড্যুলেশন কি : যে পদ্ধতিতে অডিও ফ্রিকুয়েন্সিকে হাই ফ্রিকুয়েন্সির সাথে মিশ্রিত করা হয় তাকে মড্যুলেশন বলে ।

মড্যুলেশন প্রধান তিন প্রকার :
ক.অ্যামপ্লিচ্যুড মডুলেশন।
খ.ফ্রিকুয়েন্সি মড্যুলেশন।
গ.পালস মডুলেশন।

ডিমড্যুলেশন কি : যে পদ্ধতির মাধ্যমে মূল মড্যুলেটিং সিগন্যাল পৃথক করা হয় তাকে ডিমড্যুলেশন বলে ।

অ্যামপ্লিচ্যুড মডুলেশন কি : যে মড্যুলেশনে মড্যুলেটিং ফ্রিকুয়েন্সির অনু্ক্রমে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচ্যুড পরিবর্তন
হয় তাকে অ্যামপ্লিচ্যুড মডুলেশন বলে ।

অ্যামপ্লিচ্যুড মডুলেশন দুইভাবে প্রয়োগ করা যায় :
১/রেডিও সিগন্যাল ট্রান্সমিশনে ।
২/টিভি সিস্টেমের ছবি ট্রান্সমিট করার কাজে ।

ক্যারিয়ার ওয়েভ কি : আর এফ অসিলেটর হতে উৎপন্ন হাই ফ্রিকুয়েন্সির রেডিও ওয়েভকে ক্যারিয়ার ওয়েভ বলে ।
এটি ব্যবহার করা হয় অডিও বা ভিডিও সিগন্যালকে প্রেরক প্রান্ত হতে গ্রাহক প্রান্তে বহন করে নিয়ে যায় ।

সাইড ব্যান্ড কি : আনমড্যুলেটেড ক্যারিয়ার ওয়েভকে সিগন্যাল ওয়েভের সাথে মড্যুলেশন করা হয় তখন দুটি নতুন
ফ্রিকুয়েন্সি উৎপন্ন হয় । এই নতুন ফ্রিকুয়েন্সি দুটিকে সাইড ব্যান্ড বলে ।

ফ্রিকুয়েন্সি মড্যুলেশন কি : যে মড্যুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকুয়েন্সি পরিবর্তন
হয় তাকে ফ্রিকুয়েন্সি মড্যুলেশন বলে ।

ফেজ মড্যুলেশন কি : যে মড্যুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফেজ পরিবর্তন
হয় তাকে ফেজ মড্যুলেশন বলে ।

মড্যুলেশন ইনডেক্স কি : মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিচ্যুড এবং আন মড্যুলেটেড ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচ্যুড এর
অনুপাতকে মড্যুলেশন ইনডেক্স বলে ।

মড্যুলেশনের প্রয়োজনীয়তা :
১/এন্টিনার দৈর্ঘ্য হ্রাস করা যায় ।
২/ট্রান্সমিটিং চ্যানেলের সংখ্যা বৃদ্ধি করা যায় ।
৩/সিগন্যাল দূরবর্তী স্থানে প্রেরণ করা যায় ।
৪/সিগন্যালের গোপনীয়তা করা যায় ।
৫/তারবিহীন যোগাযোগ ব্যবস্থা করা যায় ।
৬/ব্যান্ড উইডথ ইচ্ছামত কমান বাড়ান যায় ।

অ্যামপ্লিচ্যুড মডুলেশন এবং ফ্রিকুয়েন্সি মড্যুলেশনের মধ্যে পার্থক্য ।

         অ্যামপ্লিচ্যুড মডুলেশন               ফ্রিকুয়েন্সি মড্যুলেশন
১.AM এর ব্যান্ডওয়াইডথ ছোট । ১.FM এর ব্যান্ডওয়াইডথ বড় ।
২.AM এর মধ্যো ইন্টারফিয়ারেন্স এবং নয়েজ বেশি । ২.FMএর মধ্যো ইন্টারফিয়ারেন্স এবং নয়েজ কম ।
৩.SNR কম । ৩.SNR বেশি ।
৪.ব্যান্ডওয়াইডথ ২০ কিলোহার্টজ । ৪.ব্যান্ডওয়াইডথ ১০০ কিলোহার্টজ ।
৫.সাইড ব্যান্ডে পাওয়ার গৃহীত হয় । ৫.সাইড ব্যান্ডে পাওয়ার গৃহীত হয় না ।
৬.AM এর Range বেশি । ৬.FM এর Range কম ।

 

Series Navigation

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here