ইলেকট্রনিক্স এর বস [পর্ব-৬] ফিডব্যাক কি,কাকে বলে,কত প্রকার এবং প্রয়োজনীয়তা

21
594

আসসালামু আলাইকুম,

অাশা করি সবাই অনেক ভালো অাছে। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা । কথা না বলে কাজ শুরু করি । আমরা আজকে ফিডব্যাক অ্যামপ্লিফায়ার সর্ম্পকে জানবো ।

ফিডব্যাক কাকে বলে ?
যে পদ্ধতিতে কোন সার্কিটের আউটপুট সিগন্যালের অংশ বিশেষ ইনপুট প্রয়োগ করা হয় তাকে ফিডব্যাক বলে ।

ফিডব্যাক সাধারণ দুই প্রকার যথা :
১/পজেটিভ ফিডব্যাক।
২/নেগেটিভ ফিডব্যাক।

পজেটিভ ফিডব্যাক : যদি আউটপুট সিগন্যালের কিছু অংশ ইনপুট সিগন্যালের সাথে সমফেজে মিশ্রিত করা হয়,
তাকে পজেটিভ ফিডব্যাক বলে।

পজেটিভ ফিডব্যাক আবার দুই প্রকার যথা :
(ক)পজেটিভ ভোল্টেজ ফিডব্যাক।
(খ)পজেটিভ কারেন্ট ফিডব্যাক।

নেগেটিভ ফিডব্যাক: যদি আউটপুট সিগন্যালের কিছু অংশ ইনপুট সিগন্যালের সাথে বিপরীত ফেজে মিশ্রিত করা হয়,
তাকে নেগেটিভ ফিডব্যাক বলে।

নেগেটিভ ফিডব্যাক আবার দুই প্রকার যথা :
(ক)নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক।
(খ)নেগেটিভ কারেন্ট ফিডব্যাক।

নিচে বিভিন্ন প্রকার ফিডব্যাকের দেওয়া হলো :
১/ভোল্টেজ ফিডব্যাক : যদি ফিডব্যাক শক্তিটি আউটপুট সিগন্যাল ভোল্টেজের সমানুপাতিক হয়, তবে তাকে,
ভোল্টেজ ফিডব্যাক বলে ।

২/কারেন্ট ফিডব্যাক : যদি ফিডব্যাক শক্তিটি আউটপুট সিগন্যাল কারেন্ট সমানুপাতিক হয়, তবে তাকে,
কারেন্ট ফিডব্যাক বলে।

৩/সিরিজ ফিডব্যাক : যদি ফিডব্যাক শক্তিকে ইনপুটের সিগন্যাল সিরিজে দেয়া হয়, তবে তাকে,
সিরিজ ফিডব্যাক বলে।

৪/শক্তি ফিডব্যাক : যদি ফিডব্যাক শক্তিকে ইনপুটের সাথে সমান্তরালে দেয়া হয়, তবে তাকে,
শক্তি বা শান্ট ফিডব্যাক বলে।

নেগেটিভ ফিডব্যাকের কী কী সুবিধা আছে :

নেগেটিভ ফিডব্যাকের নিচে সুবিধা দেওয়া হলো-
১/অ্যামপ্লিফায়ার ডিস্টরশন কমায় ।
২/অ্যামপ্লিফায়ারের গেইন স্টেবল বা স্থিতিশীলতা বাড়ায়।
৩/অ্যামপ্লিফায়ারের ফ্রিকুয়েন্সি রেসপন্স বাড়ায়।
৪/অ্যামপ্লিফায়ারের সার্কিট স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা বাড়ায়।
৫/অ্যামপ্লিফায়ার সার্কিটের ইনপুট ইম্পিডেন্স বাড়ায় এবং আউটপুট ইম্পিডেন্স কমায়।

পজেটিভ ফিডব্যাক ও নেগেটিভ ফিডব্যাক মধ্যে পার্থক্য ?

               পজেটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক
১.পজেটিভ ফিডব্যাক সমফেজে সিগন্যাল প্রদান করা হয়। ১.নেগেটিভ ফিডব্যাক বিপরীত ফেজে সিগন্যাল প্রদান করা হয়।
২.এ প্রকার ফিডব্যাক আউটপুট সিগন্যালের  শক্তি এবং গেইন বৃদ্ধি পায়। ২.এ প্রকার ফিডব্যাক আউটপুট সিগন্যালের  শক্তি এবং গেইন হ্রাস পায়।
৩.অসিলেশন সংগঠিত হয়। ৩.অসিলেশন সংগঠিত হয় না।
৪.রিজেনারেটিভ প্রক্রিয়া। ৪.ডিজেনারেটিভ প্রক্রিয়া।
৫.আউটপুট স্ট্যাবিলিটি হ্রাস পায়। ৫.আউটপুট স্ট্যাবিলিটি বৃদ্ধি পায়।

আরো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here