বাতাসে বিষাক্ত পদার্থ শনাক্ত করবে ‘ক্যাট’ স্মার্টফোন

9
319

প্রতিদিনই প্রযুক্তি জগতে যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য ও সেবা। স্মার্টফোন এরই একটি। যোগাযোগের পাশাপাশি নানা কাজে ব্যবহৃত হচ্ছে এ স্মার্ট ফোন। এবার আশপাশের বাতাস পর্যালোচনা করে বিষাক্ত রাসায়নিক পদার্থ পেলেই ব্যবহারকারীদের সতর্কও করবে স্মার্টফোন।

বাতাসে থাকা কণা বিশ্লেষণের জন্য বিশেষ ধরনের সেন্সরও রয়েছে ‘ক্যাট এস৬১’ নামের স্মার্টফোনটিতে। পানিরোধী স্মার্টফোনটিতে থার্মাল ইমেজ ক্যামেরা থাকায় ফ্যাক্টরিতে কাজ করা ব্যক্তিরা সহজেই দেয়ালের আড়ালে থাকা ক্ষতিকর উপাদান বা রাসায়নিক সম্পর্কে জানতে পারবে।

বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ক্যাটের তৈরি স্মার্টফোনটি দেখার সুযোগ মিলবে। এ বছরের মধ্যে বাজারে আসতে যাওয়া স্মার্টফোনটি কিনতে গুনতে হবে ৯৯৯ ডলার।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here