কিভাবে আপনার ফোনের ব্যাটারি সুরক্ষা করবেন

17
422

আমরা ব্যাটারির সুরক্ষার নানা উপায় খুজি,কিভাবে ব্যাটারি ভালো রাখা যায়।এ বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করছি।
.
১.কোন ব্যাটারি সেভার এবং এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন না।
.
২.কোন সময় একসাথে দুটি কাজ না করাই ভালো।যেমন:গান শোনা+ইন্টারনেট ব্রাউজিং।
.
৩.চার্জে দিয়ে কখনো ফোন চাপাচাপি করবেন না।
.
৪.সম্ভব হলে মোবাইল ফোনটি বন্ধ/ফ্লাইড মোড করে চার্জে দিন।(চার্জও তারাতারি ওঠবে)
.
৫.চার্জ দেওয়ার সময় অবশ্যই কভার খুলে চার্জ দেওয়ার চেষ্টা করবেন।
.
৬.প্রয়োজন ছাড়া লোকেশন চালু করে রাখবেন না।
.
৭.বিনা কারনে ফোনে বেশি Appরাখবেন না।
.
৮.প্রয়োজন ছাড়া ডাটা চালু করে রাখবেন না।
মোটামুটি এই কয়টা বিষয় মেনে চললে আপনার ব্যাটারি অনেকদিন পর্যন্ত ব্যাকআপ দিবে।

17 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here