ওয়েবসাইট তৈরী এবং হোস্টিং এর কয়েকটি ফ্রি অনলাইন টুল

11
308

উইক্স

 

এর সাহায্যে আপনি আপনি আপনার পছন্দমত ফ্রি তে ওয়েবসাইট বানাতে পারবেন, ফ্রি মাইস্পেস লে আউট বানাতে পারবেন অথবা চাইলে আপনি ফ্ল্যাশ মাইস্পেস লে আউট ও বানাতে পারেবন। ওয়েবসাইট ডিজাইন এবং বিল্ডআপ করার জন্যে এটা খুবই সহজ, সুন্দর এবং ফাস্টার একটি ওয়েব টুল।

উইবলি

 

বড় বড় ডিজাইনারদের মতে উইবলি হচ্ছে সাইট তৈরির সবচেয়ে সিম্পল উপায়। পার্সনাল সাইট থেকে শুরু করে প্রফেশনাল সাইট পর্যন্ত যে কোন প্রকারের সাইট আপনি অনেক সাচ্ছন্দ্যের সাথে তৈরি করতে পারবেন চমৎকার এই টুলটির সাহায্যে।

গুগল সাইটস

 

গুগলের টেকনোলজি নিয়ে কি লিখব? চোখ বন্ধ করেও নির্ভর করা যায়। ফ্রি তে সাইট তৈরি এবং ডিজাইনিং এর জন্যে আরেকটি অসাধারণ ওয়েবওয়্যার।

ফ্রি ওয়েবস

 

কোন নির্দিষ্ট ব্যক্তি, গ্রুপ, ছোটখাট বিজনেস, ফটো এবং ভিডিও শেয়ারিং এবং মেম্বার কমিউনিটির কোন সাইট খুব সহজেই তৈরি করা সম্ভব এই টুল টি দিয়ে।

সিন্থা সাইট – ফ্রি সাইট এবং হোষ্টিং

 

এর সাহায্যেও আপনি সিম্পলি একটি সাইট তৈরি করতে পারবেন। এটি ব্যবহার করার জন্যে আলাদা কোন টেকনিক্যাল স্কিল এর প্রয়োজন নাই। এর সাহায্যে খুবই সহজে এবং কম সময়ে সুন্দর, ডায়নামিক এবং খুবই প্রফেশনাল মানের সাইট তৈরি করা সম্ভব।

ভাইভিটি

 

শুধু মাত্র কয়েকটি ক্লিকে একটি প্রফেশনাল, সহজে আপডেট করার উপযোগী খুবই দ্রুত একটি প্ল্যাটফর্ম হচ্ছে ভাইভিটি। কয়েক মিনিটে আপনি একটি ডায়নামিক সাইট লণ্চ করা সম্ভব (এটা তাদের কথা, তবে আমার মতে এইক্ষেত্রে নিজেকেও অনেকটা ডায়নামিক হবার দরকার আছে)

জিমডো

 

জিমডো দিয়ে সাইট বানাতে আপনাকে প্রথমেই সাইন আপ করতে হবে। আপনার পেজ এর লিংক সিঠিকভাবে ফলো করতে হবে। আপনি এতে মুহুর্তেই আপনার ছবি, ভিডিও টেক্সটকে ইনন্টিগ্রেট করতে পারবেন এবং ওয়ান ক্লিকে ডিজাইন টু ডজাইন ভিজিট করে আপনার পছন্দের টি বেছে নিতে হবে।

টাম্বলার

 

টাম্বলার এর সাহায্যে তৈরি সাইটের মাধ্যমে আপনি সহজেই আপনার ফটো, ভিডিও, লিংক, মিউজিক, টেক্সট এবং ইমেইল শেয়ারিং এর উপযোগী সাইট তৈরি করতে পারবেন। বলতে গেলে, প্রায় বিনা পরিশ্রমেই।

ওয়েবঅন – ফ্রি সাইট তৈরি এবং ফ্রি ওয়েব হোষ্টিং

 

এর ইজি প্ল্যাটফর্ম এর সাহায্যে আপনি খুব সহজেই ডানামিক এবং স্টাইলিশ সাইট ক্রিয়েট করতে পারবেন। এতে আপনি ইউটিউব ফ্লিকার এবং স্লাইড এর মতো সার্ভেসর উইগেট এমবেড করতে পারবেন। ডায়নামিক ডিজাইনাররা এর ওয়েবঅন লাইব্রেরি এবং অ্যাডঅনগুলো বেশি পছন্দ করে থাকে।

ওয়েবনোড

 

আরেকটি চমৎকার টুল এবং খুবই ইনোভেটিভ। ওয়েবসাইট ক্রিয়েট এবং এডিট দুটোই করা যাবে আপনার ব্রাউজারের মাধ্যমে। টুলবার থেকে শুধু ড্র্যাগ – ড্রপিং এর মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন নতুন নতুন কন্টেন্ট। যেমন – পোল, ফোরাম, আর্টিকেল, ক্যাটালগ ইত্যাদি।

এডিসি

 

এরা ও বলছে যে এদের প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে কোন বিজনেস অথবা অর্গানাইজেশন রিলেটেড সাইট বানানো সম্ভব। অনলাইনেই আপনার সব টুল আছে এবং আলাদা করে কোন টুলের ই দরকার নাই। জাষ্ট আপনার পছন্দের ডিজাইনটি বেছে নিন, টেক্সট এন্টার, ইমেজ অ্যাড করুন এবং পাবলিশ করে দিন। খুবই সিম্পল।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here