এবার শব্দের থেকেও জোরে ছুটবে নাসার তৈরি বিমান

13
298

কোনও আওয়াজ হবে না, অথচ শব্দের থেকেও জোরে ছুটে যাবে একটি বিমান। আর এই বিমান তৈরি করছে নাসা। এবার সেই বিমান তৈরির জন্য নাসার সঙ্গে চুক্তি হল লকহিড মার্টিনের। ‘সোনিক বুম’ নামে ওই বিশেষ আওয়াজ ছাড়াই চলবে এই সুপার বিমান।

বিমানটি তৈরি ও পরীক্ষা করার জন্য বরাদ্দ করা হয়েছে ২৪৭.৫ মিলিয়ন ডলার। ২০২১ সালে প্রথম এই বিমান ওড়াবে নাসা। এর গতি হবে ১৫১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০২২ সালের আমেরিকার বিভিন্ন প্রান্তে এই বিমান ওড়াতে চায় এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

কম শব্দের সুপারসনিক বিমান ওড়ানোই নাসার মূল উদ্দেশ্য। আর এই বিমানের হাত ধরেই একসময় যাত্রীবাহী বিমানও ছুটবে শব্দের থেকে বেশি গতিবেগে। কমর্শিয়াল লাইনেও যাবে এই এয়ারলাইনসের বিমান। গত মাসেই এই প্রজেক্টের আর্থিক বরাদ্দ স্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here