নকিয়া ফিরিয়ে আনছে এন সিরিজের ফোন!

25
353

Old is Gold,

এক সময়ের তুমুল জনপ্রিয় নকিয়ার এন সিরিজের কথা মনে পড়ে? সেই এন সিরিজের ফোন আবার বাজারে আনতে যাচ্ছে এইচএমডি গ্লোবাল।

সম্প্রতি প্রতিষ্ঠানটির উইবো অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

উইবো পোস্টে বলা হয়েছে, ১৩ বছর আগে ২০০৫ সালের ২৭ এপ্রিল নকিয়ার এন সিরিজ উম্মোচন করা হয়েছিল। যা গ্রাহক জনপ্রিয়তা পায়। সেই ধারবাহিকতায় চলতি বছর ২ মে নতুন কিছু আসতে যাচ্ছে।

তবে ঠিক কী আসবে সেই সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এদিকে আগামী সপ্তাহে নকিয়া এক্স৬ নামে একটি ফোন চীনে উন্মোচন করা হবে। অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির ছবি।

ফাঁস হওয়ার ছবিতে দেখা যায় আইফোন ১০ এর মত ডিভাইসটিতে রয়েছে নচ ডিসপ্লে। ৫.৮ ইঞ্চি ডিসপ্লের রেজুলেশন হল ১০৮০*২২৮০ পিক্সেল। প্রসেসর হিসেবে থাকতে পরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬। ৪ ও ৬ গিগাবাইট র‍্যামের সংস্করণে ফোনটিতে যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকবে। ছবি তোলার জন্য মিলতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ।

ধারণা করা হচ্ছে, বুধবার এক অনুষ্ঠানে এক্স৬ উন্মোচনের পাশাপাশি নকিয়া এন সিরিজের ঘোষণা আসতে পারে। নকিয়ার ভক্তদের এখন অপেক্ষার পালা শুরু।

সূত্র: জিএসএমএরিনা

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here