বাজারে মাইক্রোসফটের “অফিস ২০১৯” সংস্করণ

9
357

অফিস ২০১৯ প্রিভিউ উন্মোচন করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এতে মিলবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ওয়াননোটের উন্নত সংস্করণ।

বর্তমানে অফিস৩৬৫ সাবসক্রাইবড ব‍্যবহারকারী আপডেটের মাধ‍্যমেই অফিস ২০১৯ ব‍্যবহার করতে পারবেন। তবে সব ধরনের ব‍্যবহারকারীদের জন‍্য চলতি বছরের শেষ নাগাদ জনপ্রিয় এই সফটওয়‍্যারটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

এক্সেলে যুক্ত করা হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, ফরমুলাস, চার্ট ও দ্রুত গবেষণা করে রিপোট প্রদর্শন সুবিধা। পাওয়ার পয়েন্টে আরো সহজে প‍েজেন্টেশন তৈরি করার জন‍্য নতুন ফিচার ও থিম যুক্ত করা হয়েছে।

এছাড়া সুন্দর আইকন, ভেক্টর গ্রাফিক্স ও থ্রিডি ছবি যুক্ত করা হয়েছে এতে।

পূর্বের কিছু নিরাপত্তা বাগ ফিক্সড করার পাশাপাশি ক্লাউড সেবার দিকে বেশি নজর দেয়া হয়েছে অফিস ২০১৯ সংস্করণে। ম‍্যাক ব‍্যবহারকারীদের জন‍্য আগামী মাসে সফটওয়‍্যারটি বিশেষ সংস্করণ আনবে মাইক্রোসফট।

মাইক্রোসফটের আশা, অন‍্য সংস্করণগুলোর মতই অফিস ২০১৯ বেশ গ্রাহকপ্রিয়তা পাবে।

সূত্র: সিনেট

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন

ধন্যবাদ, itdoctor24.com এর সাথে থাকুন

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here