ফ্রি ইন্টারনেট সব সিমে (জিপি, রবি, গ্রামীনফোন, বাংলালিংক)

22
1092

আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও হাজির হলাম, তো প্রিয় প্রযুক্তিপ্রেমী,  সকলে কেমন আছেন?? আশা করি ভালই আছেন।ফ্রি ইন্টারনেট সব সিমে (জিপি, রবি, গ্রামীনফোন, বাংলালিংক) । লেখালেখি ছেড়ে দিয়েছি, আগের মত এখন আর লেখালেখি করি না। আর অলসতাও বেড়ে গিয়েছে আগের তুলনায়। তবে এবার থেকে নিয়মিত লেখালেখির চেষ্টা করব, তো এবার আসি মুল টপিকে…

নিশ্চয় টাইটেলটা দেখেছেন, তো প্রথমে আপনারা নিচের কাজগুলো করা শুরু করুন….

১) নিচের লিংক থেকে VPN টা ডাউনলোড করে নিন
Vpn Download Now
২) এবার ডাউনলোড করার পর নিচের মত Vpn চালু করলে দেখতে পারবেন…

৩) উপরে কোনায় দেখবেন Basic বাটন আছে ঐটা বামে সরিয়ে Premium করে নিবেন..

৪) এবার Country থেকে Japan চালু করে নিন…

৫) Japan চালু করার পর কানেক্ট করুন, দেখবেন নিচের মত কানেক্ট হয়ে গিয়েছে..

৬) এবার আমার মত যেকোনো সাইট থেকে ডাউনলোড করতে শুরু করুন।

সমস্যাগুলোঃ
১) Vpn টি Android version 6.0 এর উপরের ভার্সনের ফোনে চলতে একটু সমস্যা করবে।
২) প্রতিদিন লিমিট ৫০০ এমবি। দিনে ৫০০ এমবির বেশি চালাতে পারবেন না।

যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে নিজের সমস্যাটা তুলে ধরুন, আর আমি চেষ্টা করব সমস্যা সমাধানের জন্য।

ধন্যবাদ, সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন আর নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।  সাথেই থাকবেন।

সংগৃহীত।

ক্রেডিটঃ সুমন

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here