BTRC এর উপ-সহকারী পরিচালক (কারিগরি) পদে নিয়োগের ২০১৮ সালের পরীক্ষার প্রশ্ন।

0
497

BTRC এর উপ-সহকারী পরিচালক (কারিগরি) পদে নিয়োগের ২০১৮ সালের লিখিত পরীক্ষার প্রশ্ন।

প্রশ্নঃ-১.(২×৫=১০)
ক.একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ১২ হেক্টর এবং কর্নের দৈর্ঘ্য ৫০০ মিটার।ঐ জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের ৩ঃ২ হলে দ্বিতীয় জমিটির পরিসীমা কত মিটার।খ.একটা মান নির্নয়ের অংক।


প্রশ্নঃ-২.(১×১০=১০)
ক.বাংলাদেশের তথ্য ব্যবস্হার নিরাপত্তা সম্পর্কে একটি প্রবন্ধ লিখ।(ইংরেজিতে)


প্রশ্নঃ-৩.(১×৫=৫)
ক.ইংরেজিতে অনুবাদ কর-
বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে পরিনত হয়েছে।উন্নত দেশের সমাজ ব্যবস্হায় তথ্য প্রযুক্তি অভাবনীয় পরিবর্তন এনেছে।সে অনুপাতে উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্হায় এর প্রভাব পড়লেও ব্যাপকতা লাভ করে নি।বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে হয়েছে এবং তথ্য প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো বেগবান করা সম্ভব। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তি খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।তথ্য প্রযুক্তির সেবা আরও সহজতর করা এবং এর নিরাপত্তার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠিত হয়েছে।


প্রশ্নঃ-৪.(৪×২.২৫=৯)ইলেকট্রিক্যাল অংশ
ক.ডিসি মোটরে কেন ব্যাক ইএমএফ ব্যবহার করা হয়।বর্ননা কর।
খ.ইন্ডাকশন মোটরে কেন স্টার-ডেল্টা বেশি ব্যবহার করা হয়?
গ.ইন্ডাকশন মোটরের স্লিপ কাকে বলে।ঘ.স্টেপার মোটর কি? এর ব্যবহার লিখ।


প্রশ্নঃ-৫.(৩×৩=৯) ইলেকট্রনিক্স অংশ
ক.অ্যাম্লিফায়ারের ভোল্টেজ গেইনের সাধারন নিয়ম কি?
খ.একটা জিনার ডায়োডের ম্যাথ ছিল।
গ.ভ্যারাক্টর ডায়োডের ক্যাপাসিট্যান্স কেন পরিবর্তনশীল?কিছু সাধারণ ভ্যারাক্টর বর্ননা কর?


প্রশ্নঃ-৫.(৪×২=৮) টেলিকমিউনিকেশন অংশ
ক.কার্যকর তথ্য যোগাযোগ নির্ধারনের উপায় কি?
খ.ইনফ্রায়েড কেনো টিভি/এসি রিমোটের উপযোগী?
গ.2G এবং 3G এর পার্থক্য।
ঘ.B এর নোড ফাংশন গুলো লিখুন।


প্রশ্নঃ-৬(৩×৩=৯)কম্পিউটার অংশ
ক.একটা বাইনারী কনভার্ট ছিল।
খ.ডাটা প্রি-প্রসেসিং এর ধাপগুলো বর্ননা কর।
গ.Flynn`s কম্পিউটার স্থপতির ধাপগুলো বর্ননা কর।


চারটা ডিপার্টমেন্টের প্রশ্ন একই হয়।
আরও ভালমত প্রস্তুতি নেওয়ার জন্য,এগুলো দেখতে পারেন
১.স্যাটেলাইট কি?কত প্রকার বর্ননা?বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে।
২.অপটিক্যাল ফাইবারের বিস্তারিত।
৩.বাংলাদেশ টেলিকম সেক্টরের ইতিহাস।
৪.BTRC সম্পর্কে বিস্তারিত।
৫।সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত।
৬।একটা ভাল টেলিকম সেক্টর গড়তে আপনার মতামত।
৭।3G and 4G সম্পর্কে বিস্তারিত।
৮।বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রী কে?

https://itdoctor24.com/2019/04/12/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%89%E0%A6%AA-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8C/

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)