টুইটারের নতুন আপডেটের পর থেকে, আপনি আপনার টুইট গুলো শিডিউল আকারে পোস্ট করতে পারবন। এখন থেকে শিডিউল আকারে টুইট করতে আর কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। শিডিউল আকারে টুইট করতে আগে TweetDeck ব্যবহার করতে হত, কিন্তু এখন থেকে টুইটার ব্যবহার করেই এই কাজটি করা যাবে। পাশাপাশি টুইট ড্রাফট আকারে সেভ করে রাখা যাবে। টুইটার টুইট শিডিউল সিস্টেমটি ২০১৯ সালের নভেম্বর মাসে, কিছু সংখ্যক ব্যবহারকারীদের দ্বারা পরীক্ষা করা শুরু করে । বর্তমানে টুইটার সবার জন্য টুইট শিডিউলিং সিস্টেমটি ব্যবহার করার জন্য উন্মুক্ত করেছে। যারা ওয়েব ভার্সনে টুইটার ব্যবহার করেন, শুধুমাত্র তারা টুইট শিডিউলিং করে পোস্ট করতে পারবেন।
কীভাবে একটি পোস্ট পরে প্রকাশ হওয়ার জন্য টুইট শিডিউল করবেন?
১ প্রথমে twitter.com ওয়েবসাইটে যান এবং আপনার টুইটার অ্যাকাউন্ট এ লগিন করুণ ।
২ টুইট বক্সে আপনার টুইটটি লিখুন।
৩ Schedule বাটনে ক্লিক করুন ( যেটা কিনা ক্যালেন্ডার আইকনের মত দেখতে)
৪ টুইটি কখন প্রকাশ পাবে তার দিন এবং সময় নির্বাচন করুন।
৫ ক্লিক Confirm এবং আপনার কাজ শেষ ।
কীভাবে টুইট গুলো ড্রাফটে সেভ করে রাখাবেন ?
১ প্রথমে twitter.com ওয়েবসাইটে যান এবং আপনার টুইটার অ্যাকাউন্ট এ লগিন করুন ।
২ টুইট বক্সে আপনার টুইটটি লিখুন।
৩ এখন Tweet এ ক্লিক করার পরিবর্তে, টুইট বক্সের উপরে বাম পাশে X চিহ্নতে ক্লিক করুন
৪ একটি পপ-আপ উইন্ডো আসবে, তারপর সেভ করার জন্য ক্লিক Save বাটন
৫ আবার পুনরায় টুইটটি লিখতে চাইলে, ক্লিক করুন Unsent Tweets.
টুইট ড্রাফট সিস্টেমটি শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে এবং পরবর্তীতে ওয়েবসাইট দ্বারাই ড্রাফট টুইট গুলো এক্সেস করতে হবে। টুইটার ব্যবহারকারীরা মূলত সময়কে অনেক গুরুত্ব দিয়ে থাকে, কেননা এখানে টুইট বা পোষ্টের ওয়ার্ড সংখ্যা সীমিত থাকে । টুইট শিডিউলিং এবং ড্রাফট সিস্টেমটি যুক্ত করার ফলে, টুইটার ব্যবহারকারীরা এখন আরো কার্যকরভাবে এই সামজিক মাধ্যমটি ব্যবহার করতে পারবে।
টুইটারে আমাকে ফলো করুন https://twitter.com/ShawonAhmed05