ইউটিউব বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। প্রতিদিন আমরা অনেকই বিভিন্ন বিষয়ের ভিডিও গুলো ইউটিউবে দেখে থাকি। তো আজকে আপনাদের সাথে ইউটিউবের কিছু টিপস শেয়ার করব যা দ্বারা আপনি আশ্চর্য কিছু কাজ করতে পারবেন।
১ ইউটিউব ভিডিওর যেকোনো অংশ থেকে লিংক শেয়ার করা।
সাধারাণত, আপনি ইউটিউবের ভিডিও লিংক শেয়ার করলে, এটি ভিডিওর প্রথম থেকে শুরু হয়। কিন্তু আপনি যদি কাউকে ভিডিওর নিদিষ্ট অংশ থেকে দেখাতে চান, তাহলে এই টিপসটি ব্যবহার করতে পারেন। এটি করতে, যেকোনো ইউটিউব ভিডিওর উপর মাউসের Right Button এ ক্লিক করুন এবং Copy video URL at current time নির্বাচন করুন।
এছাড়াও ভিডিওর শেষে , এই কাস্টম &t=YmXXs টেক্সট যোগ করেও ভিডিওর যেকোনো অংশ থেকে লিংক শেয়ার করা যায়। Y এর স্থানে মিনিট এবং XX এর স্থানে সেকেন্ড বসিয়ে মাউস ছাড়াও এই রকম লিংক তৈরি করা যায়।
আসল লিংক, https://www.youtube.com/watch?v=M9bq_alk-sw
১মিনিট ৩০ সেকন্ড পর শুরুর হওয়ার লিংক, https://www.youtube.com/watch?v=M9bq_alk-sw&t=1m30s
২ কোনো ভিডিও বার বার বা পুনরায় চালু করতে চাইলে।
অনেকই ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি গান শোনার জন্যও ব্যবহার করে থাকে। কেউ যদি একটি গান বার বার শুনতে বা যেকোনো ভিডিও পুনরায় দেখতে, এই ট্রিক্সটি ব্যবহার করতে পারন। youtube লেখাটির পর repeater যুক্ত করলেই ভিডিও টি বার বার প্লে হতে থাকবে।
ভিডিও বার বার বা পুনরায় চালু করতে,
https://www.youtuberepeater.com/watch?v=3nQNiWdeH2Q
ভিডিও বার বার বা পুনরায় চালু করতে,
https://www.youtuberepeater.com/watch?v=3nQNiWdeH2Q
৩ যেকোনো ইউটিউব ভিডিওর থাম্বনেইল সংগ্রহ করার জন্য
ইউটিউবের যেকোনো ভিডিওর থাম্বনেইল ছবি থাকে, যেটা দেখে মূলত আমরা ভিডিও দেখার জন্য ক্লিক করি। সেই ছবিটি সম্পূর্ণ রেজুলেশনে পেতে নিচের ট্রিক্সটি ব্যবহার করে সহজেই পেতে পারি।
img.youtube.com/vi/[VideoID]/maxresdefault.jpg
এখানে [VideoID] এর স্থানে যেকোনো ভিডিওর ID বসালেই আমরা থাম্বনেইলটি সংগ্রহ করতে পারবো। ইউটিউব ভিডিও আইডি মূলত v= এর পরের অংশটিকে বলা হয়।
থাম্বনেইল পেতে এইভাবে তৈরি করা লিঙ্কে ভিজিট করুনঃ
img.youtube.com/vi/3-9QFz6DXIQ/maxresdefault.jpg
৪ ইউটিউব ভিডিও থেকে GIF বানাতেঃ
ইউটিউব ভিডিওর যেকোনো অংশ থেকে অ্যানিমেটেড GIF তৈরি করতে চাইলে ভিডিও লিঙ্কের youtube অংশের সামনে gif লেখাটি যুক্ত করতে হবে। এবং অবশ্যই সামনে থেকে https://www. বাদ দিতে হবে।
gifyoutube.com/watch?v=cdjqp3ijfsE
৫ ইউটিউবের Subscriptions এবং TV ইন্টারফেস এ সরাসরি যেতে ।
ইউটিউব টিভি ইন্টারফেসটি মূলত স্মার্ট টেলিভেশনে কার্যকর ভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে। আপনি সহজেই ইউটিউবের এই টিভি ইন্টারফেসটি লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন।
ভিজিট লিঙ্কঃ
youtube.com/tv
আপনার SUBSCRIBED ইউটিউব চ্যানেল গুলোর নতুন আপলোড করা ভিডিও গুলো একটি পেজে পাওয়ার জন্য নিচের লিঙ্কটি ভিজিট করতে পারেন অথবা বুকমার্ক করে রেখে দিতে পারেন।
https://www.youtube.com/feed/subscriptions
৬ অনেক ইউটিউব ভিডিও তে বয়স অনুযায়ী বিধি নিষেধ থাকে, সেই গুলো দেখার জন্য
ইউটিউবে কিছু ভিডিও তে বয়স বিধি নিষেধ দেয়া থাকে, যে ভিডিও গুলো মূলত অল্প বয়সীদের জন্য নয় । এই টাইপের ভিডিও গুলো আপনি ইউটিউবে সাইন ইন করা না থাকলে দেখতে পারবেন না । সে ক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন।
Take a YouTube URL for a restricted video like this:
youtube.com/watch?v=wvZ6nB3cl1w
এখন youtube লেখাটির সামনে gen যুক্ত করলেই আপনি একটি নতুন পেজে ভিডিওটি দেখতে পারবেন।
genyoutube.com/watch?v=wvZ6nB3cl1w
তো আজকের ইউটিউব URL টিপস এন্ড ট্রিক্সটির আলোচনা এই পর্যন্তই । পরবর্তী কোনো পোষ্টে আবার দেখা হবে। আইটি ডক্টর ২৪ ডট কম এর সাথেই থাকুন।