বর্তমানে মজিলা ফায়ারফক্স অন্য যেকোনো ব্রাউজারের থেকে বেটার না হলেও ফিচারস এবং স্পিডের দিক থেকে কোন অংশেই কম যায় না।
প্রাইভেসি এবং সিকিউরিটির দিক থেকে চিন্তা করলে ফায়ারফক্স এর থেকে বেটার ইন্টারনেট ব্রাউজার খুব বেশি আছে কিনা আমার জানা নেই। তাছাড়া বর্তমানে ফায়ারফক্সের ইউজার ইন্টারফেসও অন্যান্য অধিকাংশ ওয়েব ব্রাউজারের থেকে অনেক মডার্ন। আর ওপেন সোর্স হওয়ায় ফায়ারফক্স স্টোরে এভেইলেবল থাকা অ্যাড-অনের সংখ্যাও এখন ক্রোম ওয়েব ষ্টোরের থেকে কম নয়। তাছাড়া আমার কাছে ক্রোম ওয়েবস্টোরের এক্সটেনশনগুলোর থেকে ফায়ারফক্স স্টোরের প্লাগিনগুলো আরও বেশি স্ট্যাবল এবং বেশি কোয়ালিটিফুল মনে হয়।
Image Search Options
এই একই ধরনের কোন এক্সটেনশন সম্ভবত ক্রোম ওয়েবস্টোরে নেই। এই এক্সটেনশনটি মূলত গুগলের ইমেজ সার্চ করার সময় অনেকটা সময় বাঁচিয়ে দেয়। ইমেজ সার্চ বলতে, রিভার্স ইমেজ সার্চ করার সময় খুবই কাজে আসবে এই প্লাগিনটি। অনেকসময় ইন্টারনেটে পাওয়া অনেক ইমেজ আমাদের গুগলে আপলোড করে রিভার্স সার্চ করার দরকার পড়ে। যেমন- ইমেজের ব্যাপারে আরও বেশি ইনফরমেশন পেতে, অথবা ইমেজটির হাই কোয়ালিটি কপি পেতে এবং আরও অনেক কারণে। সবসময় রিভার্স ইমেজ সার্চ করে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া গেলেও ইমেজটি সার্চ করতে অনেক সময় লেগে যায়। প্রথমত ইমেজটি ডাউনলোড করা, আবার গুগলের ইমেজ সার্চ পেজে গিয়ে ডাউনলোড করা ইমেজটি আপলোড করা এবং এরপড়ে সার্চ করতে অনেকটা সময় লেগে যায়।
তবে এই প্লাগিনটি ইন্সটল করা থাকলে আপনি আপনার ভিজিট করা যেকোনো পেজে থাকা যেকোনো ইমেজে রাইট ক্লিক করলে কন্টেক্সট মেনুতে ইমেজটি সরাসরি রিভার্স সার্চ করার অপশন পেয়ে যাবেন। এই অপশনটি ক্লিক করলেই ইমেজটি অটোমেটিক্যালি গুগলের ইমেজ সার্চ পেজে আপলোড হয়ে আপনাকে সার্চ রেজাল্ট দেখাবে। এর ফলে আপনাকে ইমেজটি ডাউনলোডও করতে হবে না এবং আবার গুগলের ইমেজ সার্চ পেজে ম্যানুয়্যালি যেতেও হবেনা। আর শুধু গুগলই নয়, কন্টেক্সট মেনু থেকে ইচ্ছা হলে আরও কয়েকটি সার্চ ইঞ্জিনেও আপনি রিভার্স সার্চ করতে পারবেন। মুলত এই প্লাগিনটি ব্যাবহার করলে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই রিভার্স ইমেজ সার্চ করে ফেলতে পারবেন।
Dark Reader
এই এক্সটেনশনটি গুগল ক্রোমের জন্যও এভেইলেবল আছে। এই প্লাগিনটি ব্যাবহার করে আপনি যেকোনো ওয়েবসাইটে ডার্ক মোড ব্যাবহার করতে পারবেন। বর্তমানে অধিকাংশ পপুলার ওয়েবসাইটই ন্যাটিভ ডার্ক মোড ফাংশনালিটি যোগ করেছে। তবে কিছু কিছু মোস্ট পপুলার ওয়েবসাইটে এখনও পর্যন্ত ডার্ক মোড নেই। যেমন- গুগল সার্চ ওয়েবসাইটেই এখনো ডার্ক মোড নেই। তবে এই প্লাগিনটি ব্যাবহার করলে আপনি যেসব ওয়েবসাইটে ডার্ক মোড নেই, সেগুলোকেও ডার্ক কালারে পেইন্ট করে নিতে পারবেন।
শুধু কালো রঙই করতে পারবেন তা নয়, রাতে যেকোনো ওয়েবসাইট ভিজিট করার সময় যদি আপনার কাছে ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসটি অনেক ব্রাইট মনে হয়, আপনি চাইলে সম্পূর্ণ ডিভাইসের ব্রাইটনেস না কমিয়ে জাস্ট ওই ওয়েবসাইটটির ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন। শুধু ব্রাইটনেস নয়, আপনি চাইলে কনট্রাস্ট এবং সেপিয়া ইফেক্টও নিজের ইচ্ছামতো কনট্রোল করতে পারবেন স্লাইডারের সাহায্যে। আবার যদি চান যে কোন ওয়েবসাইট আপনি সম্পূর্ণ মনোক্রোম (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) মোডে ব্রাউজ করতে পারবেন। ডার্ক মোডের ফ্যান হয়ে থাকলে অবশ্যই এই প্লাগিনটি ট্রাই করে দেখবেন।
Facebook Container
এটা একটা প্রাইভেসি প্লাগিন যা মজিলা কর্পোরেশন নিজে তৈরি করেছে। এই প্লাগিনটি ফায়ারফক্স এক্সক্লুসিভ। অর্থাৎ অন্য কোন ব্রাউজারে আপনি এই প্লাগিনটি ব্যাবহার করতে পারবেন না। আমরা সবাই জানি, ইউজার ডাটা কালেক্ট করা এবং ইউজারকে অ্যাড টার্গেট করার জন্য ফেসবুকের অনেক আগে থেকেই সুনাম রয়েছে। কিন্তু এই প্লাগিনটি ইন্সটল করা অবস্থায় ফায়ারফক্স ব্রাউজারে যদি আপনি ফেসবুক ব্রাউজ করেন, তাহলে ফেসবুক আপনাকে অন্যান্য ওয়েবসাইটে ট্র্যাক করতে পারবে না এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করে আপনাকে টার্গেট করে অ্যাডস দেখাতে পারবে না।
এই প্লাগিনটি ইন্সটল করা থাকলে আপনার ফেসবুকের সকল অ্যাক্টিভিটি একটি আলাদা আইসোলেটেড কন্টেইনারে রাখা হবে। আইসোলেটেড হওয়ায় আপনার ফেসবুক অ্যাক্টিভিটি অন্য কোন ওয়েবসাইট ট্র্যাক করতে পারবে না এবং ফেসবুকও কুকিজ ব্যাবহার করে আপনার ব্রাউজারের অন্য কোন অ্যাক্টিভিটি দেখতে পারবে না। আর এই প্লাগিনটি শুধুমাত্র ফেসবুকই নয়, ফেসবুকের অধীনে থাকা অন্যান্য সব ওয়েবসাইটেই কাজ করবে। যেমন- ফেসবুক মেসেঞ্জার এবং ইন্সটাগ্রাম। এই প্লাগিন ব্যাবহার করলে আপনাকে ফেসবুকে অ্যাডস দেখতে হবে না, এমনটা নয়, জাস্ট ফেসবুক আপনাকে টার্গেট করে অ্যাডস দেখাতে পারবে না। প্রাইভেসি মাইন্ডেড লোক হলে আপনার অবশ্যই এই প্লাগিনটি ব্যাবহার করা উচিত।
WikiWand
আমরা অনেকসময়ই কোন বিষয়ে অনেক বেশি ইনফরমেশন একসাথে জানার জন্য উইকিপিডিয়া ব্যাবহার করি। খুবই আউটডেটেড ডিজাইন হওয়ার পরেও অনেকসময় উইকিপিডিয়া ভিজিট করার দরকার পড়ে অনেক তথ্য জানার জন্য। মূলত কোন প্রেজেন্টেশন তৈরি করার সময় উইকিপিডিয়া সবথেকে বেশি দরকার হয়। তবে আপনি চাইলেই উইকিপিডিয়া ওয়েবসাইটটিকে এখনকার মডার্ন ডিজাইন ল্যাঙ্গুয়েজে সাজিয়ে নিতে পারবেন এই ফায়ারফক্স প্লাগিনটি ব্যাবহার করে।
এই প্লাগিনটি ইন্সটল করার পরে গুগলের সার্চ রেজাল্ট থেকে আপনি যেকোনো উইকিপিডিয়া পেজে ভিজিট করলে দেখতে পাবেন যে সম্পূর্ণ পেজটি নতুনভাবে রিডিজাইন করা হয়েছে এবং ইনফরমেশন পেজের প্রত্যেকটি হেডিং সেকশনে ন্যাভিগেট করাও অনেক সহজ করে দেওয়া হয়েছে। এছাড়া ডিজাইনটি খুব সুন্দর হলেও আপনি চাইলে নিজের ইচ্ছামতো আরও কিছু কাস্টোমাইজেশন করে নিতে পারবেন। যেমন- লাইট/ডার্ক থিম ব্যাবহার করা, ফন্ট স্টাইল চেঞ্জ করা, ফন্ট সাইজ ছোট-বড় করা ইত্যাদি। আপনার যদি প্রায়ই উইকিপিডিয়া ভিজিট করার অভ্যাস থাকে, তাহলে এই এক্সটেনশনটি ইন্সটল করে নিতে পারেন। এতে আপনার উইকিপিডিয়া রিডিং এক্সপেরিয়েন্স আরও ভালো হবে।
GestureFy
নাম শুনেই হয়তো কিছুটা ধারণা করতে পারছেন যে এটি কি ধরনের প্লাগিন হতে পারে। এই প্লাগিনটি ব্যাবহার করে আপনি ফায়ারফক্স ব্রাউজার বিভিন্ন ধরনের কাস্টম মাউস জেসচার সেট করতে পারবেন যাতে আপনি আপনার ব্রাউজার ট্যাবগুলোর সাথে আরও সহজে ইন্টার্যাক্ট করতে পারেন। অ্যাক্টিভ থাকা ট্যাব ক্লোজ করা, ট্যাব রিলোড করা, সরাসরি পেজের ফুটারে স্ক্রল করা, পেজ ফরওয়ার্ড করা, পেজ ব্যাকওয়ার্ড করা ইত্যাদি প্রায় সব ধরনের সাধারন ব্রাউজিং বিহেভিয়রের জন্য বিল্ট ইন জেসচার আছে।
এই জেসচারগুলো আপনি ব্যাবহার করতে পারবেন মাউসের রাইট বাটন ক্লিক করে। অর্থাৎ, মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে জেসচারগুলো আঁকতে পারবেন আপনি। শুধু তাই নয়, আপনি চাইলে বিল্ট ইন জেসচারগুলো নিজের ইচ্ছামতো কাস্টোমাইজ করতে পারবেন এবং চাইলে নিজের ইচ্ছামত নতুন জেসচারও তৈরি করে নিতে পারবেন। যদি আপনার ডেক্সটপ স্ক্রিন অনেক বড় হয় এবং স্ক্রিনের বিভিন্ন দিকে মাউস দিয়ে ন্যাভিগেট করে কাজ করতে আপনার সমস্যা হয়, তাহলে আপনি এই জেসচারগুলো ব্যাবহার করে সহজেই এসব কাজ করতে পারবেন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।
পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে যুক্ত থাকুন।