আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে পেনড্রাইভ বুট করতে পারবেন । যেটা কিনা আপনার একটি আইটি স্কিল হিসেবে গণ্য হবে । আসলে পেনড্রাইভটি কেন বুট করবেন? আমাদেরকে অনেক সময়ে বিভিন্ন কম্পিউটারে উইন্ডোজ, লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল দিতে হয় । অনেকেই এই বিষয়টি আমরা জানিনা আসলে কিভাবে সহজ উপায়ে আমাদের অপারেটিং সিস্টেম গুলো ইন্সটল দিতে পারি।
একটি পেনড্রাইভের মাধ্যমে অপারেটিং সিস্টেমের.iso ফাইলটিকে বুট করে সহজেই আমরা যেকোন কম্পিউটারে উইন্ডোজ, লিনাক্স অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারব । আর এই অপারেটিং সিস্টেম ইন্সটল করার প্রথম ধাপ হচ্ছে আপনার পেনড্রাইভটিকে বুট ফরমেটে নিয়ে আসা । পেনড্রাইভটিকে বুট করার পূর্বে অবশ্যই আপনার পেন ড্রাইভ ফরম্যাট দিয়ে নিবেন, এখানে যদি কোন প্রয়োজনীয় ফাইল থাকে অবশ্যই সেটি আগেই সরিয়ে নিবেন ।
পেনড্রাইভটিকে বুট করতে আমরা একটি সফটওয়্যার ইউজ করব সেটার নাম হচ্ছে rufus.
সম্পূর্ণ কাজটি step-by-step করার জন্য আপনার সুবিধার্থে আইটিডক্টর২৪ পক্ষ থেকে আমরা একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি সেটি দেখুন .
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।
পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে যুক্ত থাকুন।