আজকের পোষ্টে আমরা কথা বলব বাংলাদেশের সেরা 5 টি অ্যানড্রয়েড গেমস নিয়ে । এই গেমসগুলো আপনি সহজেই আপনার এন্ড্রয়েড ফোনে ফ্রীতে খেলতে পারবেন। মোবাইল গেমস আমরা সবাই খেলে থাকি বর্তমান সময় মোবাইল গেমস এর যুগ ।এই ছোট্ট একটা ডিভাইসে আপনি যেকোন গেমস খেলতে পারেবেন। বর্তমান সময়ে গেমসের এত জনপ্রিয়তা দেখে পৃথিবীর অনেক দেশে নতুন নতুন গেমস তৈরিতে কাজ করছে পাশাপাশি অনেক দেশ গেম ডেভেলপমেন্ট সক্ষমতা অনেকদূর এগিয়ে গিয়েছে সেই তুলনায় আমরা বাংলাদেশিরা গেম ডেভেলপমেন্টে অনেক পিছিয়ে আছি । এসকল দেশগুলো তাদের অর্থ দিয়ে এবং স্কিল দিয়ে গেম ডেভেলপমেন্টে তাদের দেশের নাগরিককে সংযুক্ত করেছে । বাংলাদেশে দিন দিন গেমস এর চাহিদা বাড়ছে এ বিষয়টিকে মাথায় রেখে অনেক বাংলাদেশী গেম ডেভেলপমেন্ট কোম্পানি ও তাদের নিজস্ব গেমস তৈরিতে এগিয়ে আসছে । আশাকরি বাংলাদেশেও ভবিষ্যতে ভালো ভালো গেমস তৈরি হবে । এর জন্য অবশ্যই আমরা যারা গেমস খেলি আমাদের উচিত বাংলাদেশী গেমস খেলা এবং তাদেরকে সাপোর্ট করা যাতে তারা এই সাপোর্ট পেয়ে আরো ভালো ভালো গেমস ডেভলপমেন্ট তৈরি করতে পারেন । যেটা কিনা আমাদের দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল হবে । কিন্তু এই কাজটা হয়তো আমরা অনেকেই করি না অবশ্য এই সাপোর্ট না করার কারণ ও আছে কারণ আমাদের দেশের গেমসগুলো গ্রাফিক্স, কন্ট্রোল সিস্টেম, সাউন্ড সিস্টেম অতটা ভালো হয় না । কিন্তু এই কারণে যদি আমরা আমাদের গেমস ইন্ডাস্ট্রিকে সাপোর্ট না করি, তাহলে আমাদের গেমস ইন্ডাস্ট্রি বিশ্বমানের হয়ে গড়ে উঠবে না ।
আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি পাঁচটি সেরা এন্ড্রয়েড গেমসঃ
৫) মুক্তি ক্যাম্পঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা গুলো কে কেন্দ্র করে এই গেমসটি তৈরি করা হয়েছে এই গেমসটি অনেকটা ক্লাশ অফ ক্লানস গেমস এর মত । মুক্তি ক্যাম্প এই গেমটির গল্প ক্যারেক্টার সবকিছু ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থিমে তৈরি করা । এই গেমসে খেলার প্রয়োজনভেদে মুক্তিযোদ্ধা ক্যাম্প, যানবাহন, ঘরবাড়ি ইত্যাদি কেনা যায়, পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনী কে আক্রমণ করা যাবে । এই গেমটি খেলার মাধ্যমে যুদ্ধের ঘটনা কে অনুভব করা যাবে ।
গুগল প্লেস্টোর লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.portbliss.mukticamp&hl=en&gl=US
৪) হিরোস অফ 71ঃ
এই গেমসটি ও মুক্তি ক্যাম্প গেমস ডেভলপাররা তৈরি করেছে । এই গেমসটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে , এটি একটি থ্রিডি গেম । গেমসের গ্রাফিক্স মোটামুটি ভালো ।এই গেমসের একটি নিজস্ব গল্প আছে । এই গল্পে আপনাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে খেলতে হবে । আপনার কাজ হবে পাকিস্তানি হানাদার বাহিনীদের মারা এবং বিভিন্ন অপারেশনে মুক্তিযুদ্ধে নিজের ভূমিকা পালন করে বাংলাদেশকে স্বাধীন করা ।
গুগল প্লেস্টোর লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.portbliss.ho71
৩) মিনা গেমঃ
আপনারা অনেকেই মিনা কার্টুন দেখেছেন কিন্তু অনেকেই হয়তো মিনা কার্টুনের গেমস খেলেননি । এই গেমসটি ভিতরে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে তা হল এই গেমসটি অ্যানিমেশন এবং গ্রাফিক্স । এই গেমসে আপনাকে একজন মিনা ক্যারেক্টার হিসেবে খেলতে হবে এবং এখানে মিনা কার্টুনের বিভিন্ন গল্প খেলার ছলে কমপ্লিট করতে হবে ।
গুগল প্লেস্টোর লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=org.unicef.meenagame
২) ওয়ার্ল্ড 7১ দা ফাস্ট ডিফেন্সঃ
এই গেমসটি একটা থ্রীডি ওপেন ওয়ার গেমস । এই গেমসেও আপনাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে খেলতে হবে। এই গেমস টি খেলতে অনেকটা আনন্দদায়ক । যদিও এই গেমসের কন্ট্রোলিং একটু সমস্যা আছে। তবে আশা করি ভবিষ্যতে এই গেমসটির ডেভলপাররা এই সমস্যা গুলোর সমাধান করবে ।
গুগল প্লেস্টোর লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.digitalb.war71&hl=en&gl=US
১) অ্যানিহিলেশন মোবাইল গেমসঃ
এই গেমসটি কে আমরা স্থান দিয়েছি প্রথমে । এই গেমস টি তৈরি করেছে ক্রাইসিস এন্টারটেইনমেন্ট লিমিটেড । এই গেমসটি পাবজি ফ্রী ফায়ার এর মত একটা ব্যাটেল রয়েল গেম এটাকে মূলত বাংলাদেশকে কেন্দ্র ডেভেলপ করা হয়েছে । এর ভিতরের বাংলাদেশের ম্যাপ বাংলাদেশী ক্যারেক্টার, বাংলাদেশি বিভিন্ন স্থান ও বিষয়বস্তু নিয়ে তৈরি করা হয়েছে । এই গেমসটি কে আপনারা চাইলে বর্তমানে গুগল প্লে স্টোর থেকে রেজিস্টার করে নিতে পারেন । যার ফলে এই গেমসের বেটা ভার্সন বের হওয়ার সাথে সাথে যাতে এটা খেলতে পারেন।
গুগল প্লেস্টোর লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.CrisisEntertainmentLtd.Annihilation
আমাদের দেশ বর্তমানে গেম ডেভেলপমেন্ট এর দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে তাই আমাদেরও গেমস থেকে অত্যাধিক বেশি পরিমাণ ভালো হওয়ার আশা করা যাবে না তাই আমাদের উচিত যতটুকু সম্ভব আমাদের গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি সাহায্য করা । যাতে কিনা ভবিষ্যতে আরো ভালো ভালো গেম আমাদের দেশেই তৈরি হয়।
আমার মতে এই পাঁচটি গেম বাংলাদেশ বর্তমানে সবচেয়ে সেরা ।