যারা কিনা আমার মত উইন্ডোজ স্টোরেজের ফোল্ডার গুলো একটু সাজানো-গোছানো দেখতে পছন্দ করেন অথবা কোন ফোল্ডারে কি কি ধরনের ফাইল আছে কনটেন্ট অনুযায়ী ফোল্ডারের নাম কি হবে তা দিতে স্বাচ্ছন্দবোধ করেন । যাতে কিনা পরবর্তীতে কোন ফোল্ডার এ কোন ফাইল আছে প্রয়োজনের সময় দরকারি ফাইল খুঁজতে সহজ হয় । আমাদের কম্পিউটার এ কোনো ফাইল খুঁজে বের করতে , ফোল্ডারের নাম তার ভিতরে কনটেন্ট অনুযায়ী একটি দেওয়াই শ্রেয় । আজকের ট্রিকসটিতে দেখবো আপনি ফোল্ডারের নাম কন্টেনের অনুযায়ী দিবেন সাথে সাথে যদি ওই কনটেন্টের একটা নির্দিষ্ট আইকন যদি আপনি ফোল্ডারে সেট করে দিতে পারেন তাহলে তো বিষয়টি আরও ইন্টারেস্টিং হয় এবং এতে সহজেই খুঁজে পাওয়া যাবে ফোল্ডারটিকে, দেখতেও সুন্দর লাগবে।
যেমন আমি যদি আমার ইউটিউব এর সকল ফাইলগুলো একটি ফোল্ডারে আন্ডারে রাখতে চাই তাহলে ঐ ফোল্ডারে আইকনটি কে আমি জাস্ট ইউটিউবের আইকনটি বসিয়ে দিলেই আমার জন্য পরবর্তীতে ফোল্ডার অ্যাক্সেস করতে সুবিধা হবে । এতে স্টোরেজ ডিভাইস এর ফোল্ডার ডিজাইন অনেক সুন্দর ও সুসজ্জিত লাগবে এবং সবার থেকে আপনি একটু ডিফারেন্ট ভাবে সব ফোল্ডার সাজাতে পারবেন ।
আরো বিস্তারিত জানতে এবং কিভাবে কাজটি করবেন এর জন্য আমাদের বাংলা ভাষার টিউটোরিয়ালটি দেখুনঃ
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।
পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে যুক্ত থাকুন।