আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে উইন্ডোজ ১০ এ Time & Date ঠিক করবেন। অনেক সময়ই আমরা নতুন উইন্ডোজ সেট আপ দেয়ার পর Time & Date ঠিক থাকে না। খুবই সহজেই এবং অল্প সময়ের মধ্যেই আপনারা উইন্ডোজ ১০ এর Time & Date ঠিক করে নিতে পারেন। ডেক্সটপে ডান পাশের নিচে Time & Date অপশনে Right বাটনে ক্লিক করুন। তারপর Adjust Date & Time এ ক্লিক করুন । Set the Time Zone Automatically রেডিও বাটনটি ON করলেই, +০৬.০০ Dhaka সিলেক্ট হয়ে যাবে সাথে সাথে Time & Date ঠিক হয়ে যাবে। অথবা আপনি চাইলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।
পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে যুক্ত থাকুন।