আসসালামু আলাইকুম সবাইকে আইটি ডক্টর ২৪ ওয়েবসাইটে স্বাগতম, আজকের ব্লগ পোস্টে খুবই সাধারন একটা টপিক এর উপর টিপস দেখব। কিভাবে আপনি আপনার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ফাইলগুলোর এক্সটেনশন দেখবেন । অনেক সময়ে ফাইলগুলোর শেষে এক্সটেনশন না দেওয়া থাকলে, আমরা বুঝতে পারি না আসলে এটা কি ধরনের ফাইল । আমার যদি আমাদের উইন্ডোজ ১০ এ ফাইলের এক্সটেনশন অপশনটি অন করে রাখি তাহলে সহজেই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে । কোনটি কি ধরনের ফাইল এবং সে অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওই ফাইলটির জন্য অপারেশন বা যেকোনো ধরনের কাজ করতে সুবিধা হবে ।
বিভিন্ন ধরনের ফাইল এক্সটেনশন রয়েছে যেমনঃ .iso, .txt, .exe, .psd, .jpg, .png, .jpeg, .mp3, .mp4, .avi, .ai ইত্যাদি ।
তো চলুন দেখে নেই কিভাবে ফাইল এক্সটেনশন দেখানোর সিস্টেমটি অন করবেন।
আপনার কম্পিউটারের This PC থেকে অথবা যেকোন ফোল্ডার ওপেন করে উপরের মেনুতে View অপশন এ ক্লিক করি । তারপর View পেজ থেকে ডান পাশে ফাইল নেম এক্সটেনশন বক্সটিতে ক্লিক করে অন করে দিবেন।
অথবা আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ছোট্ট এই ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন ।
এই ভিডিও টিউটোরিয়াল এ উপরের আলোচনা সুন্দর ভাবে দেখানো ও বোঝানো হয়েছে ।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।
পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে যুক্ত থাকুন।