বেশ কিছু সেবা বন্ধ করছে ইয়াহু

25
280

বেশ

কিছু সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়াহু। ইয়াহু কর্তৃপক্ষ বলছে, তাঁদের মূল সেবা বিশেষ করে মেইল, সার্চ, টাম্বলার, নিউজ, স্পোর্টস, ফাইন্যান্স আর লাইফস্টাইলকে গুরুত্ব দেবে তারা। এর বাইরে যে সেবাগুলো আছে সেগুলো বন্ধ করে দেবে। এ তালিকায় পড়েছে ইয়াহু গেমস, লাইভ
টেক্সট, বস প্রভৃতি।
টাম্বলারে এক পোস্টে ইয়াহু জানিয়েছে, ব্যবসা আর সহজ ও মূল ব্যবসার দিকে লক্ষ্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ মে থেকে ইয়াহু গেমস ও পাবলিশিং চ্যানেলগুলো বন্ধ হবে। এ ছাড়াও শিগগিরই আঞ্চলিক মিডিয়া
সংক্রান্ত
সেবাগুলো বন্ধ করবে ইয়াহু। যার মধ্যে আছে ইয়াহু অ্যাস্ট্রোলজির মতো সেবা।yahoo

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here