মানব মস্তিষ্ক পূর্ববর্তী ধারণার চেয়েও ১০ গুণ বেশি ধারণ ক্ষমতা

8
253
download (41)

মানব মস্তিষ্ক পূর্ববর্তী ধারণার চেয়েও ১০ গুণ বেশি ধারণ ক্ষমতা

মানব মস্তিষ্ক একত্রে ৪৭০ কোটি বই ধরে রাখতে পারে বলে সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন।

মস্তিষ্কের তথ্য ধারণকারী কোষ সিনাপসিসের ধারণক্ষমতা সংক্রান্ত এ গবেষণাটি চালিয়েছেন কয়েকজন মার্কিন বিজ্ঞানী।

তারা আবিস্কার করেছেন, গড়ে একটি সিনাপসিসের তথ্য ধারণ ক্ষমতা ৪.৭ বাইটস। এর অর্থ মানব মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা ১ পেটাবাইট অথবা ১,০০০,০০০,০০০,০০০,০০০ বাইটস।

download (41)

এক পেটাবাইট সমান ২ কোটি ৪ ড্রয়ার বিশিষ্ঠ স্টিলের অফিস কেবিনেট যা বই দিয়ে পূর্ণ অথবা ১৩.৩ বছর ধরে চলা এইচ ডি টিভির রেকর্ডিং অথবা ৪৭০ কোটি বই অথবা ৬৭০ কোটি ওয়েব পেজ।

মানব মস্তিষ্ক তত্ত্বগতভাবে যে কোনো সময়ে এই পরিমাণ তথ্য ধারণ করতে সক্ষম তবে প্রকৃতপক্ষে মস্তিষ্কের তথ্য ভা-ার আরো ছোট।

তবুও গবেষক দলের প্রধান টেরি সেজনস্কি বলেন, ‘ নিউরোসাইন্সের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী আবিস্কার। পূর্বে মস্তিষ্কের ধারণক্ষমতা সম্পর্কে যা বলা হয়েছিল তার চেয়ে ১০ গুণ বেশি তথ্য ধারণ করতে পারে আমাদের মস্তিষ্ক’।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here