সামাজিক মাধ্যমে মেয়েরা এতো সুন্দর কিভাবে? তাদের আসল ফর্মুলা এখানে !

11
314

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর চাপে মেকওভার করে চেহারা বদলাচ্ছে মানুষ।

গবেষণা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অধীক আসক্তির ফলে তরুণ-তরুণীরা বেশকিছু বিষয়ে চাপ অনুভব করেন। সেই চাপেই অনেকে প্লাস্টিক সার্জারি করে হলেও নিজেদে চেহারা বদলাচ্ছে।

গবেষণা সংস্থা ‘নুফিল কাউন্সিল ফর বায়োইথিকস’ দেশগুলোর সরকারকে এই অনৈতিক ও অনিয়ন্ত্রিত শিল্প থেকে রক্ষা করার জন্য অনুরোধ করেছে।

 

রিপোর্টটিতে বলা হয়েছে, এখন অনেক মেকওভার অ্যাপ ও এসম্পর্কিত গেইম অনেক শিশুকে মানসিক বিকারগ্রস্ত পর্যন্ত করে ফেলছে।

২০১৫ সালের এক হিসাবে এক বাজার গবেষণা প্রতিষ্ঠান বলছে যে, সে বছর শুধু যুক্তরাজ্যেই এর বাজার ছিল ৩৬০ কোটি পাউন্ডের।

তবে এর সত্যতা খুব ভালো করে যাচাই করা সম্ভব হয়নি বলেও খবরে বলা হয়েছে।

ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক জেনিথ অ্যাডওয়ার্ডস বলেন, আমরা অবাক হয়ে লক্ষ করেছি বাজারে কিছু মেকওভার অ্যাপ ও গেইম তৈরি করে ছেড়েছে কিছু প্রতিষ্ঠান। যেগুলোর মূল লক্ষ কমবয়সী মেয়েরা। ওই অ্যাপ গেইমগুলো বলছে, সেগুলো নাকি তাদের নয় বছর বয়সীর মতো করে তুলবে।

 

তবে এগুলোর জন্য অ্যাডওয়ার্ড ফেইসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটকে দায়ী করেন। কারণ এই মাধ্যমগুলোতেই ছড়ানো হয় মেয়েকে বা নারীদেরকে কেমন সুন্দর বা চেহারার অধীকারী হতে হবে।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here