আসছে ধাতব কাঠামোর সারফেস ফোন

24
356

মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের নতুন স্মার্টফোন আনবে বলে গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করছে না বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি পেটেন্ট আবেদন করেছেন মাইক্রোসফটের সঙ্গে সংশ্লিষ্ট অ্যান্টি ক্যারিলাইনেন নামের এক বিশেষজ্ঞ। ওই পেটেন্ট আবেদন অনুযায়ী, মাইক্রোসফটের নতুন ফোন হবে ধাতব কাঠামোর।

গত মাসেই মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা মাইক্রোসফটের নতুন স্মার্টফোন আনার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বলেন, মাইক্রোসটের ফোনগুলো প্রচলিত ফোনের মতো হবে না। এ বছরেই নতুন স্মার্টফোনের দেখা মিলতে পারে। তবে সারফেস ব্র্যান্ডের ফোন নিয়ে খুব বেশি কথা বলেননি মাইক্রোসফটের কর্মকর্তারা।
গত জুন মাসে মাইক্রোসফটের সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ওই ভিডিওতে একটি স্মার্টফোন দেখানো হয়, যাকে বলা হয় সারফেস মোবাইল। এতে বিশেষ প্রজেক্টর যুক্ত ছিল। নতুন স্মার্টফোনে বিশেষ নকশার সারফেস পেন সুবিধা থাকবে। এতে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here