মার্ক জাকারবার্গ শুধু চোরই নন, তিনি একজন খিটখিটে স্বভাবের ব্যক্তি !

25
353

রাস্তায় বিভিন্ন ‘বচন’ লিখে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক মাধ্যম ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরোধীতা করা ব্যক্তির ফেইসবুকের পেইজ ‘আনপাবলিশড’ করা হয়েছে।

তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচারের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তি তার ফেইসবুক পেইজ ব্যবহার করে এসব ‘ঘৃণা ও হিংসাত্মক’ বক্তব্য ছড়াচ্ছিল বলে অভিযোগ।

সাবো হ্যাঙ নামের রক্ষণশীল শিল্পী হিসেবে পরিচিত ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে ‘ফাক জুক ২০২০’ লেখা পোস্টার সাঁটিয়েছেন। পোস্টারে তিনি হাতের ‘মধ্যাঙ্গুলির’ ব্যবহার করে বিষয়টিকে ছড়িয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম হলিউড রিপোর্টার।

facebook-techshohor

সাবো হ্যাঙয়ের পেইজটি বন্ধ করার বিজ্ঞপ্তিটি রোববার জানায় ফেইসবুক।

নোটিশে ফেইসবুক জানয়েছে, ‘আপনার পেইজটি ঘৃণামূলক বক্তব্য ছড়ানোয় ‘আনপাবলিশ’ করে দেওয়া হয়েছে। বার্তাটি পড়তে এখন আপনি স্যাবো পরিচালিত ফ্যান পেইজ আনসেভরিতে যেতে পারেন’।

এক সপ্তাহ আগেই এটি বন্ধ করার জন্য বলা হয়েছিল বলে জানান সাবো।

তিনি বলেন, জাকারবার্গ শুধু চোরই নন, তিনি একজন খিটখিটে স্বভাবের ব্যক্তি।

এর আগে সাবো ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধেও ঘৃণামূলক পোস্টার ছাপিয়েছিল।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here