ত্বকের জন্য বেসনের উপকারীতা জেনে রাখুন।

22
388

আমাদের রান্না ঘরের থাকা খাবারের উপাদানের মধ্যে বেসন খুবই পরিচিত একটি জিনিস, তবে খাবারের পাশাপাশি আদিকাল থেকে রূপচর্চার ক্ষেত্রেও দারুণ কার্যকরী গুণাগুণ রয়েছে এই বেসনের । বেসন একটি  প্রাকৃতিক উপাদান হওয়ায় এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, বেসনের তৈরি প্যাকগুলো সব ধরণের ত্বকেই যথেষ্ট ভাল কাজ করে থাকে।

আসুন দেখে নেই ত্বকের জন্য বেসনের কিছু কার্যকারি টিপস।

#ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এন্টি পিম্পল বেসন মাস্ক। ২ চা চামচ বেসন,২ চা চামচ স্যান্ডালউড পাউডার, এক চা চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরী করুন। মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

#ঘাড় এবং আন্ডার আর্মের কালো দাগ নিয়ে বিব্রত অবস্থাতে পড়তে হয় অনেককেই,এসব জায়গার কালো দাগ দূর করতে বেসনের একটি প্যাক খুব কার্যকর। বেসন,টক দই এবং কাঁচা হলুদ পরিমান মতো নিয়ে ঘাড়ে এবং আন্ডার আর্মের কালো জায়গায় লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন এবং সপ্তাহে কমপক্ষে ৩ বার ব্যবহার করুন।

#মুখের কালচে দাগ দূর করতে ৪ চা চামচ বেসন,১ চা চামচ লেবুর রস,১ চা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরী করুন,মুখে এবং ঘাড়ে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৪-৫ বার ব্যবহার করুন।

#ত্বকের উজ্জলতা বাড়াতে লেবু এবং বেসনের ফেস প্যাক খুব কার্যকর। ৪ চা চামচ বেসন,১ চা চামচ লেবুর রস এবং এক চামচ কাঁচা দুধ ভালো মতো মিশিয়ে পেস্ট করে মুখে সারকুলার মোশনে স্ক্রাবের মতো মাখুন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

#যাদের ত্বক তৈলাক্ত তারা ৩ চা চামচ বেসন এর সাথে ২ চা চামচ কাঁচা দুধ অথচা ২ চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের অতিরিক্ত তেল কমানোর সাথে ত্বকের ময়লা দূর করে।

#ব্রনের কালো দাগ দূর করতে বেসনের সাথে শশা এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগান, ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যাবহারে ব্রনের দাগ হালকা হয়ে যাবে।

#মুখের অবাঞ্চিত লোম দূর করতে অএঙ্ক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে বেসন। মেথি গুড়ো এবং বেসনের সাথে মিশিয়ে পেস্ট তৈরী করুন। মুখের যেসব জায়গায় লোম রয়েছে সেখানে এই মিশ্রনটি ব্যবহার করুন এবং ভালো ফলাফলের জন্য প্রতিদিন এই ফেস প্যাকটি ব্যাবহার করুন।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here