জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৮] :: জাভা আইডেন্টিফায়ার এবং আইডেন্টিফায়ার লেখার নিয়ম জানুন।

7
448

আজ আমরা আইডেন্টি ফায়ার সম্পর্কে জানব।

আইডেন্টিফায়ার কি?

আইডেন্টিফায়ার হল ক্লাস, ভেরিয়েবল, প্যাকেজ, মেথড, ইন্টারফেস এর নাম। এই আইডেন্টিফায়ার লেখার কিছু নিয়ম আছে আমাদের তা মেনে চলতে হবে।

নিম্নে নিয়ম গুলো দেয়া হল।

আইডেন্টিফায়ার লেখার নিয়মঃ

১। keyword দিয়ে লেখা যাবেনা। যেমনঃ int float double

২। নিউমারিক সংখ্যা দিয়ে শুরু করা যাবেনা।যেমনঃ 1num 2num 3num

৩। ডলার সাইন এবং আন্ডার স্ক্রর ছাড়া কোন স্পেশাল কেরেক্টার ব্যবহার করা যাবেনা। যেমনঃ &num #num

৪। আইডেন্টিফায়ার এর মাঝে ফাকা রাখা যাবে না।যেমনঃ num ber num twor ইদ্যাদি।

কিছু ভেলিড আইডেন্টিফায়ারঃ

int sum

int num

int _a;

int $sum

int number;

int num2num;

int sum2;

int sum3;

কিছু আন ভেলিড আইডেন্টিফায়ারঃ

int 2num

int 3num

int 5num

int &d

int &sum

int &ar

int @s

int #asif

int #numbertwo

int num two

int num three

int num five

আসা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই জানাবেন।

সহায়ক ভিডিওঃ

আজ বিদাই নিচ্ছি সবাই ভাল থাকবেন। আর হ্যাঁ অবশ্যই কড বেশি বেশি করবেন।

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here