বিশ্বের প্রথম ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোন! -অবিশ্বাস্য হলেও সত্যি

10
469

চীনা স্মার্টফোন কম্পানি ভিভো ভি ৭ প্লাস নামের নতুন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে যাতে আছে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা! বিশ্বে এটাই প্রথম ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাযুক্ত স্মার্টফোন।

বাংলাদেশি মুদ্রায় ফোনটির দাম পড়বে ২৮ হাজার টাকা।

কালো ও সোনলি দুটি রঙে আসছে ফোনটি। আজ থেকে অনলাইনে প্রিঅর্ডার শুরু হয়েছে ফোনটির। বাজারে বিক্রি শুরু হবে ১৫ সেপ্টম্বর থেকে।

সেলফি কেন্দ্রিক জনপ্রিয় স্মার্টফোন অপ্পো এফ ৩ এর সঙ্গে প্রতেযোগীতায় নামবে ফোনটি। এফ ৩ এর দাম প্রায় ২৬ হাজার টাকা।

ফোনটির ডিসপ্লে ৫.৯৯ ইঞ্চি, ফুল এইচডি (৭২০X১৪৪০ পিক্সেল), ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও।
স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ৩  এর আবরণে ঢাকা ফলে তাতে কোনো আঁচড় পড়বে না

সেলফি ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল এবং এফ/২.০ অ্যাপারচারের। সথে আছে সফট ফ্ল্যাশ।

রিয়ার ক্যামেরাটি ১৬ এমপির।

এছাড়া এতে ফেস বিউটি ৭.০ এবং পোট্রেট মোডও আছে।

অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.২ নুগেট। প্রসেসরটি হলো অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০। সাথে ৪জিবি র‌্যাম। ৬৪জিবি মেমোরি ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ব্যাটারি ৩২২৫ এমএএইচ এর।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here