অভিজ্ঞতা না থাকলে Amazone.com থেকে Product কিনার উপায় দেখেনিন…

8
564

আসসালামু আলাইকুম,

আমরা জানি এমাজন ডট কম বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস যেখানে অনেক কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট কিনতে পাওয়া যায়। আমাদের পাশের দেশ ভারতে এদের সার্ভিস থাকলেও বাংলাদেশে এরা সার্ভিস দেয় না। এ কারনে আমরা অনেকেই ইচ্ছা থাকা সত্যেও এমাজন থেকে কিছু কিনতে পারিনা। অবশ্য দেশে কিছু ফেইসবুক পেইজ আছে যারা ফি এর বিনিময়ে এমাজন থেকে আপনার পছন্দের জিনিসটি এনে দিবে। কিন্তু তাদের প্রাইসিং পলিসি আর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন। অনেকেই প্রতারিত হচ্ছে।আপনাদের আজকে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে অতি সহজেই এমাজন থেকে আপনি বাংলাদেশে বসেই এমাজন থেকে প্রোডাক্ট কিনতে পারবেন।

https://backpackbang.com/ ব্যাকপ্যাক এমন একটি প্রতিষ্ঠান যেটি এমাজন থেকে আমাদের পছন্দের প্রোডাক্টি এনে দিবে।

অন্য সব থার্ড পার্টী থেকে এর সুবিধা গুলো কি কি?

  • স্বচ্ছ প্রাইস পলিসি
  • ১৪-১৬ দিনের মধ্যেই প্রোডাক্ট ডেলিভারী
  • ২৪/৭ কাস্টমার সাপোর্ট ইমেইলের মাধ্যমে
  • অর্ডার ট্র্যাকিং
  • আপনি অনেক ভাবে পেমেন্ট করতে পার্বেন (ব্যাংক ডিপোজিট, বিকাশ, পেপাল, ডেবিট ও ক্রেডিট কার্ড)
  • এদের অফিস আছে তাই প্রতারনা করার চান্স নেই।
  • এদের ইউজার রিভিও অনেক ভালো

এইতো গেলো এর সুবিধা আসুন দেখি ব্যাকপ্যাকের কো-ফাউন্ডার কি বলছে।

https://youtu.be/RlgL840rIUw

এটা কিভাবে কাজ করে? দেখতে নিচের ভিডিওটি দেখুন।

https://youtu.be/fl_K_ZQ3Pb4

রেজিস্ট্রেশনঃ

এখন আসুন দেখি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। ব্যাকপ্যাক এ রেজিস্টার করা খুবই সহজ। আপনি ফেইসবুক এবং ইমেইল দুইভাবেই রেজিস্টার করতে পারবেন।

https://backpackbang.com/signup এ ক্লিক করলে আপনাকে দেখাবে আপনি কিভাবে রেজিস্টার করতে চাচ্ছেন।

 

লিংক এ ক্লিক করলে নিচের মত পেজ আসবে।

সাইন আপ ইউজিং ফেইসবুকের থেকে কিংবা ইমেইল যেকোন এক ভাবে রেজিস্টার করুন তারপর মোবাইল নং আর ইমেইল ভেরিফাই করুন সেটিংস থেকে।

আপনি সাইন আপ ইউজিং ফেইসবুক দিলে আপনি পরবর্তিতে যখন লগইন করবেন তখন লগইন উইথ ফেইসবুক দিবেন। আর যদি ইমেইল দিয়ে রেজিস্টার করেন তখন লগইন উইথ ইমেইল দিয়ে আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।

আপনি সার্চ বার থেকে আপনার পছন্দের প্রোডাক্ট দেখতে পারবেন।

এখন আসুন দেখি কিভাবে অর্ডার করবেন। মনে করুন আপনি একটা হেডফোন কিনবেন। চলুন দেখি কিভাবে কিনবেন।

প্রথমে সার্চ অপসন এ গিয়ে হেডফোন লিখে সার্চ দিন। দেখবেন অনেক গুলা হেডফোন আসছে এর পর আপনার পছন্দের হেডফোনের লিংক এ ক্লিক করুন।

এখন আমাদের সব থেকে প্রয়োজনীয় কাজ হলো হেডফোনটি কেমন তা যাচাই করে। এজন্য একটু নিচে স্ক্রল করে নিচের ছবির মত see details in amazon এ ক্লিক করুন। তখন আপনি এমাজন এর ওয়েবপেইজ এ চলে যাবেন।

 

এখন রিভিউস এ ক্লিক করুন দেখবেন নিচের ছবির মত পেজ আসছে।

রিভিও দেখে যদি আপনি সন্তুষ্ট হন এবং প্রোডাক্টি কিনতে চান তখন ব্যাকপ্যাক এর লিংক এ এসে buy now এ ক্লিক করুন।

 

এর পর ডেলিভারী অপসন সিলেক্ট করুন। আপনি যদি অফিস থেকে কালেক্ট করেন কোন চার্জ লাগবেনা আর যদি হোম ডেলিভারী নেন তখন ২০০ টাকা চার্জ দিতে হবে।

এখন আপনাকে পুরো টাকা পে করতে হবে। চিন্তা করবেননা ব্যাকপ্যাক ১০০% সেইফ। আমি নিজে অনেকগুলা অর্ডার দিয়েছি। অনেকেই দিচ্ছে কারো সাথে প্রতারণা করেনি তারা।

ব্যাকপ্যাক টোটাল ২১% চার্জ রেখে থাকে। এখানে ব্যাকপ্যাক ফি আরে যিনি আপনার আইটেমটি আনবে তার জন্য ফি থেকে থাকে। আপাত দৃষ্টিতে অনেক মনে হলেও আসলে অন্যান্য থার্ড পার্টির থেকে এদের চার্জ অনেক কম আর ট্রান্সপারেন্ট। অর্ডার দেয়ার পর আপনার কাছ থেকে তারা একটাকাও বেশি চাইবেনা অজুহাত দেখিয়ে। আপনি যদি দেখতে চান প্রাইসিং কিভাবে করা হয়েছে তাহলে নিচের ছবিটি ফলো করুন।

অর্ডার করা হয়ে গেলে আপনি ব্যাকপ্যাক থেকে কনফার্মেশন ইমেইল পাবেন। এখন আপনার অর্ডারটি ট্র্যাক করার জন্য আপনি https://backpackbang.com/backpack/requests এই লিংক থেকে আপনার অর্ডারটি ট্র্যাক করতে পারবেন।

আপনার সুবিধার জন্য আমি আমার আগের একটি অর্ডার এর স্ক্রিনশট দেখাচ্ছি।

ট্র্যাক প্যাকেজ এ ক্লিক করলে আপনার আইটেমটি কবে ডেলিভারী হবে, কেনা হয়েছে কিনা, যিনি আনবেন তিনি পেয়েছেন কিনা  তথ্য পাবেন।

ভিউ কানেকশন এ আপনার আইটেমটি কে আনছে এবং এডমিনের মাধ্যমে কোন প্রশ্ন থাকলে তা জানতে পারবেন। উল্লেখ্য প্রোডাক্ট ডেলিভারী নেয়ার সময় আপনাকে অবশ্যই কানেকশন আইডি বলতে হবে এবং অনেক সময় ট্রাভেলার এর নাম ও বলতে হয়। এই ইনফরমেশন কারো সাথে শেয়ার করবেন না।

যদি আপনার আইটেমটি কোন কারনে না আসে বা নষ্ট হয়ে আসে তখন আপনি সাপোর্টে ইমেইল করলে তারা আপনাকে রিফান্ড করে দিবে। অনেক সময় তারা নতুন একটি প্রোডাক্ট এনে দিবে বাড়তি খরচ ছারাই।

আপনার যদি এখনো মনে সন্দেহ থাকে তাহলে নিচের লিংক এ ক্লিক করে আমি এখন পর্যন্ত কি কি অর্ডার করেছি তা দেখে নিন।

ব্যাকপ্যাক থেকে কি কি অর্ডার করেছি দেখতে এখানে ক্লিক করুন

ব্যাকপ্যাকের ফেইসবুক পেজের এড্রেসটি নিচে দিলামঃ

https://www.facebook.com/travelshopbackpack/?fref=nf

ব্যাকপ্যাক ইউজার দের গ্রুপঃ

https://www.facebook.com/groups/BackpackUsersBD/

ব্যাকপ্যাকের সাপোর্ট ইমেইল আইডিঃ

[email protected]

ব্যাকপ্যাক সম্পর্কিত প্রশ্নের উত্তরঃ

http://support.backpackbang.com/hc/en-us

ব্যাকপ্যাক যে ভরসাযোগ্য তার আরেকটি প্রমান দিন দিন এটির ওয়েবসাইটে ভিজিট বেরে চলেছে।

আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here