যে পাঁচ প্রযুক্তিপণ্য নিয়ে যায় সোনালি অতীতে – Old Is Gold, Digital Is Plastic

23
497
কিছু প্রযুক্তিপণ্য আপনাকে বাধ্য করবে স্মৃতিকাতর হতে। মনে করিয়ে দেবে পুরোনো দিনের কথা। ফিরিয়ে নিয়ে যাবে প্রযুক্তিপণ্যগুলোর সঙ্গে কাটানো স্বর্ণালি দিনগুলোতে। তেমন কিছু পণ্যের কথা থাকছে এ পোষ্টে…

 

সনি ওয়াকম্যান (১৯৭৯)

ডিজিটাল গান শোনার আইপডের আগের যুগে বেশ জনপ্রিয় ছিল সনি ওয়াকম্যান। হাতে হাতে আইপড যেমন এখন শোভা পায়, তেমনি এককালে সনি ওয়াকম্যানও মানুষের হাতে হাতে শোভা পেত। এতে ক্যাসেট থেকে গান শোনা যেত।

 

নিনটেন্ডো গেম বয় (১৯৮৯)

গেম খেলার এই যন্ত্র ছিল বহনযোগ্য। হাতে নিয়েই ঘোরা যেত। তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এটি।

 

মাইক্রোসফট এনকার্টা (১৯৯৩)

উইকিপিডিয়ার আগেও একটি ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ ছিল, সেটাই মাইক্রোসফট এনকার্টা।

 

তামাগোচি (১৯৯৬)

ডিম্বাকৃতির ভার্চ্যুয়াল পোষা প্রাণী লালনপালনের যন্ত্র এটি।

 

নকিয়া ৩৩১০ (২০০০)

নকিয়ার যে কয়টি মুঠোফোন সবচেয়ে বেশি বিক্রি হয়, সেগুলোর মধ্যে এই ফোনটি শীর্ষে ছিল।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here