রুশ স্মার্টফোন বাজার দখলে নিচ্ছে চীন

10
371

রাশিয়ার স্মার্টফোন বাজারে বৈশ্বিক স্মার্টফোন নির্মাতারা প্রায় ৬০ শতাংশ বাজার দখল করেছে বলে উল্লেখ করা হয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট-এর প্রতিবেদনে। এতে আরও বলা হয়, রাশিয়ার স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় এ বছর দ্বিতীয় প্রান্তিকে ১২ শতাংশ কমে গেছে। কিন্তু এ বছর প্রথম প্রান্তিকের তুলনায় সংখ্যাটা বেড়েছে দুই শতাংশ।

কাউন্টারপার্ট রিসার্চ-এর মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইকোসিস্টেমস-এর জ্যেষ্ঠ বিশ্লেষক তরুন পাঠাক বলেন, “খুচরা বিক্রেতাদের কাছ থেকে অফারের অভাব আর মৌসুমের কারণে স্মার্টফোন খাতে বিক্রি হ্রাস পেয়েছে। যাইহোক, প্রিমিয়াম স্মার্টফোন খাতে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় এবার প্রায় দ্বিগুণ বিক্রি হয়েছে। এর ফলে অ্যাপল রাশিয়া স্মার্টফোন বাজারে দুই অংকের শেয়ার দখল করতে ও প্রিমিয়াম খাতে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।”

২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে রুশ স্মার্টফোন বাজারে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ৩৭ শতাংশ বাজার দখল করেছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। ১০ শতাংশ শেয়ার নিয়ে অ্যাপল আছে দ্বিতীয় অবস্থানে।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here