সৌদিতে ভিডিও অ্যাপস নিষেধাজ্ঞা প্রত্যাহার

24
371

২০১৩ সালে সৌদি আরব অডিও,ভিডিও কল, মেসেজিং করা যায় এমন সব অ্যাপসগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বন্ধ করে দিয়েছিল স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মত অন্যান্য সব অ্যাপসগুলোও।

গত ২০শে সেপ্টেম্বর যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনেটের সেবাগুলো আবারও সবার জন্য খুলে দেয়ার সিদ্ধান্তটি গুরুত্বর্পূণ একটি পদক্ষেপ। তবে নিষিদ্ধ ও পর্ণগ্রাফির সাথে যুক্ত এমন সাইটগুলোর উপর তাদের কড়া নজরদারি থাকবে আগের মতই। তথ্যপ্রযুক্তিতে তাদের আরও যুক্ত হওয়াটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

গত আগস্টে “জেইন-আল-আবেদিন-তৌফিক” নামের একজন সৌদি ডেভেলোপার  “সারাহাহ” নামে একটি অ্যাপ তৈরি করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলেন। এই অ্যাপটি গুগল ও অ্যাপল স্টোরে সেরা অ্যাপ ডাউনলোডের শীর্ষে চলে আসে কয়েকদিনের মধ্যেই। অর্থনীতির উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সৌদি আরবের ইন্টারনেট ব্যবসার দিকে নজর দেয়া উচিৎ বলেও মনে করছেন বিশ্লেষকগণ।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here